নীল ছবিতে অন্য কারও সঙ্গে বিছানায় সানি লিওন, কী করতেন ড্যানিয়েল, দেখুন

| Oct 30, 2019, 14:29 PM IST
1/11

নীল ছবির দুনিয়া থেকে সরে এসেছেন তিনি। ​ বলিউডে বেশ শক্তপোক্ত জায়গাই তৈরি করে নিয়েছেন। করেছেন শাহরুখ খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার। সেই সানি লিওনের সঙ্গে ড্যানিয়েল ওয়েবারের সম্পর্ক কেমন, এবার তা খোলসা করলেন অভিনেত্রী

2/11

শুধু তাই নয়, নীল ছবির প্রয়োজনে যখন অন্য় কোনও পুরুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেন, সেই সময় ড্যানিয়েল কী করতেন, এবার তা প্রকাশ্যে আনলেন প্রাক্তন পর্নস্টার 

3/11

ডিএনএ-র খবর অনুযায়ী, লাস ভেগাসের একটি পানশালায় প্রথম ড্যানিয়েলের সঙ্গে দেখা হয় সানি লিওনের 

4/11

দেখা হওয়ার পর তাঁদের সঙ্গে খুব কম কথা হয় কিন্তু কোনওভাবে ড্যানিয়েল তাঁর ফোন নম্বর জোগাড় করেন কিন্তু ভাল করে পরিচয়ের আগে কখনও ড্যানিয়েল তাঁকে হুটপাট ফোন করেননি 

5/11

প্রথম প্রথম তাঁকে মেল করতেন ড্যানিয়ল। ইমেলের মাধ্যমেই তাঁদের যাবতীয় কথা হত। মেলের মাধ্য়মে কথা বলতে গিয়েই একে অপরের কাছাকাছি আসেন তাঁরা 

6/11

পরিচয় পর্ব এগোতেই একবার নিউ ইয়র্কে ড্যানিয়েলের কাছে যান সানি লিওন।  সেই সময় একটি রেস্তোরাঁয় বসে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। ওই সময়ই তাঁদের মনে হয়, তাঁরা একে অপরের পরিপূরক হতে পারেন

7/11

সেদিনের পর দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়ের সিদ্ধান্ত নেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার

8/11

বিয়ের পর স্ত্রী অন্য় কোনও পুরুষের সঙ্গে বিছানা ভাগ করছেন, তা দেখতে মোটেই ভাল লাগত না ড্যানিয়েলের। সানির নীল ছবিতে অভিনয় করার সময় ড্যানিয়েলের মুখে যে অস্বস্তি ফুটো উঠত, তা স্পষ্ট বুঝতেন প্রাক্তন পর্ন তারকা 

9/11

এরপরই ড্যানিয়েল ওয়েবার এবং সানি লিওন নিজেদের কম্পানি খুলবেন বলে সিদ্ধান্ত নেন 

10/11

যেমন ভাবনা তেমনি কাজ। নিজেদের কম্পানি খোলার পর একসঙ্গে কাজ শুরু করেন সানি, ড্যানিয়েল

11/11

এরপর ক্রমশ নীল ছবির দুনিয়া থেকে সরে আসতে শুরু করেন সানি লিওন। তবে নীল দুনিয়া থেকে সরে আসার পর বলিউডে তাঁর প্রথম পথচলাও খুব সোজা ছিল না। সেলিনা জেটলির মুম্বইয়ের বাড়িতে তাঁরা প্রথমে ভাড়া থাকতে শুরু করেন। এরপর সেলিনাও সানি লিওন এবং ড্যানিয়েলকে এক সময় বাড়ি ছাড়ার কথা স্পষ্ট জানিয়ে দেন। শুধু তাই নয়, মুম্বই আসার পর সানি এবং ড্যানিয়েল বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেন বলিউডের অনেক সেলেবই।