মেয়েকে নিয়েই বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করলেন সানি-ড্যানিয়েল

Apr 10, 2019, 20:22 PM IST
1/7

১০ এপ্রিল নিজের ৮ বছরের বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার। 

2/7

বুধবার এক্কেবারেই ঘরোয়াভাবেই বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করেন সানি-ড্যানিয়েল।

3/7

বাবা-মায়ের বিবাহ-বার্ষিকীতে তাঁদের হাতে কেক তুলে দেন সানি-ড্যানিয়েলের আদরের কন্যা নিশা। 

4/7

কেক কেটে বিবাহ-বার্ষিকীর সেলিব্রেশন সানি-ড্যানিয়েলের। 

5/7

বিবাহ-বার্ষিকীতে স্ত্রীকে চুম্বন ড্যানিয়েলের। 

6/7

২০১৭ সালে জুলাই মাসে নিশা কৌর ওয়েবারকে দত্তক নেন সানি ও ড্যানিয়েল। 

7/7

পরবর্তীকালে সানি-ড্যানিয়েলের জীবনে সারোগেসির মাধ্যমে নোয়া ও আশের।