এতদিন পর্যন্ত নিশ্চিত ছিলেন না, বেঙ্গালুরুতে তিনি অ্যাপার্টমেন্ট কিনবেন কি কিনবেন না! কারণ, এক- এই মেট্রোসিটিতে মনের মতো বাসগৃহ খুঁজে পাওয়া যেমন সোনার পাথরবাটি পাওয়ার মতই। আর দ্বিতীয়ত, অ্যাপার্টমেন্ট পেলেও দামে তা আকাশছোঁয়া।
2/9
Sunil 8
অবশেষে এমন একটা বাসগৃহ পেয়ে খুশি ভারতীয় ফুটবলে এই মুহূর্তের সবথেকে দামি ফুটবলার।
সুনীলের পছন্দের সঙ্গে তাল মিলিয়েই নিজের পছন্দেই ঘর সাজিয়েছেন বাঙালি তন্বী সোনম ভট্টাচার্য। এই অ্যাপার্টমেন্টে রয়েছে একটি 'কিচেন আইল্যান্ড'। যা নিয়ে বিন্দুমাত্রও 'আইডিয়া' নেই ভারতের এক নম্বর ফুটবল তারকার।
5/9
Sunil 5
যদিও নিজের ঘরের সব কিছুই নিজে হাতেই সাজিয়েছেন সুনীল।
6/9
Sunil 4
বেঙ্গালুরুকে ভালবাসেন, তাই এই শহর, এই অ্যাপার্টমেন্ট সবটাকেই যেন হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছেন ভারত অধিয়ানায়ক। বেঙ্গালুরুতে মানুষ তার স্বাধীনতা উপভোগ করতে পারেন, এমনই মত সুনীলের।
7/9
Sunil 3
শোয়ার ঘরের পাশেই, 'ডেক'- এটাই একমাত্র কারণ যা সুনীলের মন কেড়েছে এবং সুনীলকে দিয়ে এই অ্যাপার্টমেন্ট কিনেয়েই ছেড়েছে। সুনীল যেখানে চায়ের চর্চা করেন, সোনম সেখানে পার্টি করেন। কখনও কখনও ঘরের ভিতর পাতা অ্যাসট্রোটার্ফেই চলে ফুটবল নিয়ে কারসাজি।
8/9
Sunil 2
সুনীলের অ্যাপার্টমেন্টের সবথেকে নজরকাড়া বৈশিষ্ট্য হল তাঁর প্রতি ঘরেই থিম অনুযায়ী রয়েছে আলাদা আলাদা রকমের ঘড়ি।
9/9
Sunil 1
বেঙ্গালুরু তে জন্মাননি, ভাষাটাও তেমন ভাল জানেন না। কিন্তু আই লিগ জয়ী অধিনায়ক নিজেকে 'বেঙ্গালুরু বয়' বলেই দাবি করেন।