Bollywood: ‘এ কী হাল!’ পার্টিতে মত্ত আরিয়ান-সুহানা-নাইসা-অনন্যাকে ঘিরে সমালোচনা নেটপাড়ায়...

Feb 13, 2023, 19:11 PM IST
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মু্ম্বইয়ের এক রেস্তরাঁয় একসঙ্গে পার্টি করতে দেখা গেল একঝাঁক স্টারকিডকে। সেখানেই নজর কাড়লেন আরিয়ান খান। কুল লুকে হাজির হলেন আরিয়ান।  

2/8

অন্যদিকে সুহানাকে দেখা গেল সাদা রঙের শর্ট ড্রেসে।  

3/8

সুহানার সঙ্গেই ছিলেন অনন্যা পাণ্ডে। কালো শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী।  

4/8

স্টার কিডদের এই পার্টিতে দেখা গেল শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারিকেও।  

5/8

হাজির ছিলেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফ ও অভিনেত্রী শর্বরী।  

6/8

সাদা ক্রপ টপে দেখা গেল আলিয়া এফকে।  

7/8

দিদি আথিয়ার বিয়ের পর পার্টিতে দেখা মিলল আহান শেট্টি।  

8/8

তবে এই পার্টিতে যিনি সমালোচনার মুখে পড়লেন তিনি হলেন কাজনকন্যা নাইসা দেবগণ। এদিন রাতে এক পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গেল নাইসাকে। স্টারকিডের এই হাল দেখে সমালোচনার ঝড় ওঠে নেটপাড়ায়।