স্তালিনের রাশিয়ায় খুন করা হয়েছিল নেতাজিকে, জানতেন নেহরু: স্বামী

Sep 30, 2018, 19:53 PM IST
1/5

স্বামীর বোমা!

netaji_1

নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুরহস্য নিয়ে বোমা ফাটালেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর অভিযোগ, বিমান ভেঙে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি।

2/5

স্বামীর বোমা!

netaji_2

রবীন্দ্র শতবার্ষিকীভবনে সংস্কৃত গৌরব সংস্থার অনুষ্ঠানে বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেন, রাশিয়া আশ্রয় নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখানেই তাঁকে খুন করা হয়।

3/5

স্বামীর বোমা!

netaji_3

কেন এমন দাবি করছেন স্বামী? তাঁর কথায়, ''১৯৪৫ সালে বসু মারা যাননি। এটা ভুল তথ্য। গোটাটাই নেহরু ও জাপানিদের ষড়যন্ত্র। স্তালিনের অনুমোদনে রাশিয়ায় আশ্রয় নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহরু বিষয়টি জানতেন। পরে বসুকে খুন করা হয়''।

4/5

স্বামীর বোমা!

netaji_4

নেহরু-গান্ধীর জন্য নয়, বরং দেশের স্বাধীনতার পিছনে বড় ভূমিকা ছিল নেতাজিরই, এমন ইঙ্গিতই দিলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিল ব্রিটিশরা। 

5/5

স্বামীর বোমা!

netaji_5

১৯৪৮ সালে তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলির ভারত সফরের কথা মনে করিয়ে দিয়ে স্বামী বলেন, ''ভারতে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ছিল ব্রিটিশদের। অস্ত্রধারী ভারতীয়দের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল''।