বাড়ছে অনলাইন প্রতারণা, সুরক্ষা চাইলে SBI-এর এই ৪ পরামর্শ অবশ্যই মেনে চলুন

Jun 15, 2021, 08:11 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: এখন প্রায় প্রতিদিনই অনলাইন জালিয়াতির খবর পাওয়া যায়। গ্রাহকদের অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় পরিশ্রমের অর্থ। একটু অসতর্ক হলেই গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাবা বসাচ্ছে জালিয়াতরা। এই পরিস্থিতিতে নিজের কাস্টমারদের সতর্ক করল ভারতের অন্যতম বহুল প্রসিদ্ধ ব্যাঙ্ক SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টুইটারের গ্রাহকদের সতর্ক করেছে ব্যাঙ্কটি। 

2/6

মূলত এসবিআই, আরবিআই-এর মতো সংস্থা, সরকারি আধিকারিক, পুলিস বা কেওয়াইসি আপডেটের নাম নিয়ে গ্রাহকদের বেশি বোকা বানায় এই জালিয়াতরা। এই বিষয়ে কাস্টমারদের সতর্ক থাকতে বলেছে SBI। ব্যাঙ্কের তরফে দেওয়া হয়েছে চার সতর্কবার্তা।  

3/6

কোনও উটকো ফোন পেয়ে, সেই ব্যক্তিকে কোনও মতেই জন্মবৃত্তান্ত, ডেবিট কার্ড নম্বর/পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং আইডি/পাসওয়ার্ড, ওটিপি বা অন্য কোনও ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না।

4/6

এসবিআই, আরবিআই-এর মতো সংস্থা, সরকারি আধিকারিক, পুলিস বা কেওয়াইসি আপডেটের নামে কেউ ফোন করলে, তাকে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকতে হবে।

5/6

অজ্ঞাত মেসেজ বা ইমেল আইডি থেকে আসা লিঙ্ক থেকে কোনও মতোই কোনও অ্য়াপ ডাউনলোড করা উচিত নয়। 

6/6

সোশ্যাল মিডিয়া, ইমেল বা এসএমএস মাধ্যমে আসা কোনও আকর্ষণীয় অফার এড়িয়ে চালই ভাল।