Tahsan Marriage: মিথিলা অতীত, রোজার 'মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন'! বিয়ে করলেন তাহসান...

Tahsan Wedding: সকালে তাহসান সংবাদমাধ্যমে ‘বিয়ে'র কথা এড়িয়ে গিয়েছিলেন। বলেছিলেন বিকালে বিস্তারিত জানাবেন। অবশেষে সন্ধ্যায় তাহসানের ফেসবুক পেজে ফুটে উঠল রোজা আহমেদের সঙ্গে রোমান্টিক একটি ছবি। তাহসান ক্যাপশনে লেখেন ‘হোম ফর লাইফ’। 

| Jan 04, 2025, 19:54 PM IST
1/9

তাহসানের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সকাল থেকেই ভাইরাল জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর। সে খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ও ভালোবাসায় তাহসানকে ভরিয়ে দিচ্ছে ভক্ত-অনুরাগীরা।   

2/9

তাহসানের বিয়ে

যদিও সাতসকালে তাহসান সংবাদমাধ্যমে ‘বিয়ে'র কথা এড়িয়ে গিয়েছিলেন। বলেছিলেন বিকালে বিস্তারিত জানাবেন। সকালে গায়ক-অভিনেতা বলেছিলেন, “এখনও বিয়ে হয়নি। এমনকি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা।”  

3/9

তাহসান-রোজা

অবশেষে সন্ধ্যায় তাহসানের ফেসবুক পেজে ফুটে উঠল রোজা আহমেদের সঙ্গে রোমান্টিক একটি ছবি। তাহসান ক্যাপশনে লেখেন ‘হোম ফর লাইফ’।   

4/9

তাহসান-রোজা

ক্যাপশনে তিনি লেখেন, “কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?”  

5/9

রোজা আহমেদ

জানা গেছে, তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ।  রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।   

6/9

রোজা আহমেদ

রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।   

7/9

রোজা আহমেদ

রোজা একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তাঁর।  

8/9

তাহসান-মিথিলা

২০০৬ সালের ৭ আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান।   

9/9

তাহসান-মিথিলা

২০১৭ সালের ৪ অক্টোবর তারা সম্পর্কের ইতি টানেন। এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের ঘোষণা করেন।