নিজেকে এভাবে বদলে ফেললেন অনির্বাণ! ব্যাপারটা কী?

Dec 14, 2019, 15:46 PM IST
1/11

২০১১য় মুক্তি প্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ২২ শ্রাবণ এখনও কমবেশি প্রায় সব বাঙালি সিনেমাপ্রেমীর মনেই দাগ কেটে গেছে। বাংলা ছবিতে ক্রাইম থ্রিলার হিসাবে অন্যতম ল্যান্ড মার্ক তৈরি করেছিল এই ছবি। এবার সেই ২২ শ্রাবণেরই সিক্যুয়েল বানাতে চলছেন পরিচালক। ছবির নাম 'দ্বিতীয় পুরুষ'। শনিবার প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে ছবির চরিত্রগুলির লুক। 

2/11

'দ্বিতীয় পুরুষ'-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন আবির চট্টোপাধ্যায়। 

3/11

'দ্বিতীয় পুরুষ'-এর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে গৌরব চক্রবর্তী। 

4/11

'দ্বিতীয় পুরুষ'-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। 

5/11

'দ্বিতীয় পুরুষ'-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গোয়েন্দা অভিজিৎ পাকরাশির ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে।

6/11

'দ্বিতীয় পুরুষ'-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতব্রত মুখোপাধ্যায়। ছবিতে অন্যরকম ভাবে দেখা যাবে তাঁকে।

7/11

'দ্বিতীয় পুরুষ'-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রাইমা সেন। অমৃতার ভূমিকায় থাকছেন রাইমাকে।

8/11

দ্বিতীয় পুরুষে গোয়েন্দা অভিজিৎ পাকরাশির ভূমিকায় পরমব্রতকে, আর অমৃতার ভূমিকায় রাইমা।

9/11

দ্বিতীয় পুরুষের টিজারে অন্যতম চমক মিলেছে অনির্বাণ ভট্টাচার্যের লুকে। তাঁর হেয়ার কাটিং ও মেকআপই চরিত্রটি সম্পর্কে আগ্রহ তৈরি করছে। এই ছবিতে সবথেকে বেশি যাঁর লুক বদলে গিয়েছে, তিনি হলেন অনির্বাণ।   

10/11

'দ্বিতীয় পুরুষ'-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতব্রত মুখোপাধ্যায়। ছবিতে অন্যরকম ভাবে দেখা যাবে তাঁকে।

11/11

এই ছবিতে আরও একটি চমক হল বিজেপি সাংসদ তথা গায়ক ও অভিনেতা বাবুল সুপ্রিয়। ছবিতে পুলিস অফিসারের ভূমিকায় দেখা মিলবে তাঁর।