Mini Moon: পৃথিবীর দ্বিতীয় চাঁদ! কোথা থেকে কী করে সে জন্মাল? খোঁজ মিলল 'মিনি মুনে'র জন্মবৃতান্তের...

Earth's second moon: পৃথিবীর সঙ্গে এই মিনি মুন-এর একটি মিলও আছে।

Jan 23, 2025, 17:33 PM IST
1/6

দ্বিতীয় চাঁদ!

Mini Moon

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর দ্বিতীয় খোঁজ মিলেছিল আগেই। এবার জানা গেল তার কী করে জন্ম।

2/6

দ্বিতীয় চাঁদ!

Mini Moon

চাঁদের পৃষ্ঠ থেকে ছিটকে আসা পাথরের টুকরো থেকেই জন্ম মিনি-মুনের। ২০২৪-এর অগাস্টে প্রথম নজরে আসে নিউ আর্থ অবজেক্ট ২০২৪ পিটিএস।

3/6

দ্বিতীয় চাঁদ!

Mini Moon

নাসার ATLAS টেলিস্কোপে ৭ অগাস্ট ধরা পড়ে 'মিনি-মুন'-এর উপস্থিতি। 

4/6

দ্বিতীয় চাঁদ!

Mini Moon

৩৩ ফিট তথা ১০ মিটার চওড়া এই দ্বিতীয় চাঁদ পৃথিবীর জন্য মোটেও বিপজ্জনক নয়। 

5/6

দ্বিতীয় চাঁদ!

Mini Moon

বরং পৃথিবীর সঙ্গে এই মিনি মুন-এর একটি মিলও আছে। দুজনেরই সূর্যের চারদিকে প্রদক্ষিণের জন্য সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। 

6/6

দ্বিতীয় চাঁদ!

Mini Moon

তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সেই কক্ষপথের অবশ্য সামান্য কিছু পরিবর্তন ঘটেছে।