বরফের চাদরে মুড়ে ভূস্বর্গ থেকে দেবভূমি, দেখুন ছবি

Dec 13, 2019, 19:29 PM IST
1/6

একদিকে বৃষ্টি, অন্যদিকে বরফ। এই দুইয়ের মাখামাখিতে উপত্যকায় ভূস্বর্গের রূপ। একদিকে উত্তরাখণ্ড, অন্যদিকে জম্মু- কাশ্মীর। বরফের কামড় ক্রমেই চেপে বসছে। শ্রীনগর, জম্মু-কাশ্মী -১.৪ ডিগ্রি সেলসিয়াস। জম্মু-কাশ্মীরে বহু জাতীয় সড়ক কার্যত থমকে গেছে। কোথাও ঝিরিঝিরি, কোথাও ঝমঝম। বরফের স্পর্শে উপত্যকার রূপ আরও খোলতাই হয়েছে। ছবি- টুইটার

2/6

গত চল্লিশদিনে চতুর্থবার বরফপাত। সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ। দেশের বাকি অংশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন কাশ্মীরের জনজীবন।জম্মু-কাশ্মীর রাষ্ট্রীয় সড়ক, শরণাগত-লে রাষ্ট্রীয় সড়ক ও মুঘল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। গত সাতদিন ধরে উড়ান পরিষেবায় প্রভাব পড়েছে। ছবি- টুইটার

3/6

শ্রীনগরের ন্যূনতম তাপমাত্রা মাইনাস ‍১.৪ ডিগ্রি সেলসিয়াস, পহলগামে মাইনাস ০.৬ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৩.৬ ডিগ্রি, লে-তে মাইনাস ১০.৪ ডিগ্রি, কার্গিলের দ্রাসে মাইনাস ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। ছবি- টুইটার

4/6

দেবভূমি উত্তরাখণ্ডও বরফে আচ্ছন্ন। নৈনিতালে মরশুমের প্রথম বরফপাত। আউলির তাপমাত্রা নেমে গেছে মাইনাস পাঁচ ডিগ্রিতে। ২-৩ ফুট গভীর বরফে স্কিয়ের মজা। ছবি- টুইটার

5/6

তুষারপাতের কারণে চামোলি জেলার সব স্কুল বন্ধ রাখা হয়েছে। হিমাচল প্রদেশও বরফে কাঁপছে। মানালির তাপমাত্রা মাইনাস চার ডিগ্রিতে নেমে গেছে। ছবি- টুইটার

6/6

কিন্নরের তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬ ডিগ্রিতে। আগামী ৪৮ ঘণ্টা ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ছবি- টুইটার