আহমেদাবাদ থেকে স্ট্যাচু অব ইউনিটি মাত্র আধ ঘণ্টায়, সি-প্লেন চালু করছে SpiceJet

Oct 28, 2020, 15:46 PM IST
1/5

দেশে চালু হচ্ছে সি-প্লেন। ভারতে এই প্রথম এই ধরনের পরিষেবা চালু করছে বেসরকারি বিমান পরিবহণ সংস্থা SpiceJet। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ও পর্যটক টানতে এই পরিষেবা চালু করছে SpiceJet।

2/5

আগামী ৩১ অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে ওই সি-প্লেন পরিষেবা শুরু হবে। প্রাথমিকভাবে তা চালু করা হবে আহমেদাবাদ থেকে কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অব ইউনিটি পর্যন্ত।  

3/5

খুব অল্প জলাভাগ থেকেই উড়তে পারে এই প্লেন। ইতিমধ্যেই নাগপুর, গুয়াহাটি ও মুম্বইয়ে এর ট্রায়াল শেষ করেছে SpiceJet। দেশের ১৮টি রুটে এই ধরনের সি-প্লেন চালানোর পরিকল্পনা রয়েছে SpiceJet-এর।

4/5

আগামী ৩০ অক্টোবর থেকে ওই প্লেনের টিকিট পাওয়া যাবে www.spiceshuttle.com সাইট থেকে। আপাতত ভাড়া ঠিক হয়েছে ১৫০০ টাকা। এই রুটে চলবে  SpiceJet এর ১৫ আসনের Twin Otter 300 বিমান।

5/5

আহমেদাবাদ থেকে সি-প্লেন ছাড়বে সবরমতী রিভার ফ্রন্ট থেকে সকাল দশটা পনের মিনিটে। কেভাড়িয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির কাছে বিমান পৌঁছবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে।