পাকিস্তানে ইমরানের সিংহাসন হারানোর আশঙ্কা, ক্ষমতা দখল করতে পারে সেনা
Oct 03, 2019, 23:11 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: ক্ষমতা কি হারাতে চলেছেন ইমরান খান? পাকিস্তানে ফের সেনা অভ্যুত্থানের আশঙ্কা তৈরি হয়েছে বলে খবর।
2/5
সূত্রের খবর, ১১১ ব্রিগেডের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন পাক সেনা প্রধান জেনারেল বাজওয়া।
photos
TRENDING NOW
3/5
কিন্তু ছুটি রদের সঙ্গে সেনা অভ্যুত্থানের কী সম্পর্ক? আসলে পাকিস্তানে প্রতিবার বাহিনীর ১১১ ব্রিগেড ব্যবহার করে নির্বাচিত সরকার ফেলে দিয়েছে সেনা। এর পাশাপাশি বাজওয়া দেশের শীর্ষ শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর।
4/5
১১১ ব্রিগেড রাওয়ালপিন্ডিতে মোতায়েন করা হয়। পাকিস্তানি সেনা হেডকোয়ার্টারে থাকে ওই বাহিনী। সমস্ত জওয়ানদের ছুটি বাতিল করে অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
5/5
বলে রাখি, ইমরান খানকে ক্ষমতায় বসানোর নেপথ্যে দেশের সেনাবাহিনী রয়েছে বলে দাবি সে দেশেরই বিরোধীদের। আর সেনার হাতের পুতুল ইমরান কাশ্মীরে ভারতের পদক্ষেপ (৩৭০ প্রত্যাহার) যেভাবে সামলেছেন, তাতে খুশি নন বাজওয়া। এর আগে ৩ বার পাকিস্তানে গণতান্ত্রিক সরকারকে ফেলে ক্ষমতা দখল করেছে পাক সেনা।