৫২ রান খেলে ২৮ রান। এমন স্লো ইনিংস খেলার পর থেকেই সমালোচনার শিকার ধোনি। বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ধোনির ইনিংস এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্লথ হয়ে যাচ্ছেন ধোনি।
2/5
ধোনির পাশে সৌরভ
শ্লথ ধোনির অবশ্য এবার পাশে পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। আফগানিস্তানের বিরুদ্ধে ধোনি অবশ্য ধীরে-সুস্থে খেলে ইনিংস এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে শেষমেশ রশিদ খানের ডেলিভারিতে আউট হন। তাঁর চেষ্টা সফল হয়নি।
photos
TRENDING NOW
3/5
ধোনির পাশে সৌরভ
আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ১১ রানে জিতেছিল ভারতীয় দল। তার পর থেকে সমর্থকদের একাংশ ধোনিকে কাঠগড়ায় তুলেছেন। তাঁদের মত, ভারত ম্যাচটা হারতেও পারত। ধোনি ওরকম স্লো ইনিংস না খেললেন ভারতীয় দল ২২৪ এর থেকে বেশি লক্ষ্যমাত্রা খাঁড়া করতে পারত বলে মনে হয়েছে তাঁদের।
4/5
ধোনির পাশে সৌরভ
সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও ধোনিকে বিশ্বমানের ব্যাটম্যান হিসাবেই মনে করেন। একটা ম্যাচে স্লো ইনিংস খেলার পরিপ্রেক্ষিতে ধোনিকে বিচার করা ঠিক হবে না বলে মনে করেন মহারাজ।
5/5
ধোনির পাশে সৌরভ
সৌরভ বললেন, ''দিনের শেষে ধোনি একজন দারুণ ব্যাটসম্যান। আর ও সেটা বিশ্বকাপের মাঝেই প্রমাণ করবে। আফগানিস্তানের বিরুদ্ধে ওর ফর্ম খারাপ ছিল। কিন্তু ওই একটা ম্যাচ দিয়ে ধোনিকে বিচার করলে ভুল হবে।''