দুঃসময়ে দুঃস্থদের পাশে দাদা! ইস্কনে দশ হাজার মানুষের অন্নসংস্থান করলেন সৌরভ
Apr 04, 2020, 20:33 PM IST
1/5
ইস্কনে মহারাজ
তিনদিন আগে বেলুড় মঠে গিয়ে দুহাজার কেজি চাল দান করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এবার ইস্কনে দশ হাজার মানুষের অন্নসংস্থান করে এলেন দাদা।
2/5
ইস্কনে মহারাজ
ইস্কনের কলকাতা শাখায় গিয়ে এদিন দশ হাজার দুঃস্থ মানুষের অন্নসংস্থানের বন্দোবস্ত করে আসেন সৌরভ। দশ হাজার মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দেন দাদা।
photos
TRENDING NOW
3/5
ইস্কনে মহারাজ
ইস্কনের এক কর্তা জানান, করোনা মহামারিতে গোটা দেশ যখন লকডাউনে স্তব্ধ, তখন তারা রোজ দশ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। তাদের এই কর্মকাণ্ডে সৌরভের সহযোগিতা পেয়ে তারা কৃতজ্ঞ।
4/5
ইস্কনে মহারাজ
করোনার বিরুদ্ধে যুদ্ধে তিনি দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থাকবেন। এমনই অঙ্গীকার করেছিলেন তিনি। সেইমতো বেলুড় মঠ ও ইস্কনের মাধ্যমে কথা রাখলেন বাংলার মহারাজ।
5/5
ইস্কনে মহারাজ
করোনা মোকাবিলায় সাধারণ মানুষকেও এগিয়ে আসতে বললেন সৌরভ। এই দুঃসময়ে প্রত্যেকের সামান্য কিছু অনুদানও সমাজের বড় অংশের মানুষের উপকার করতে পারে বলে জানালেন তিনি।