পথ কুকুর থেকে চিড়িয়াখানা, লকডাউনে ঘুরে ঘুরে পশু-পাখিদের মন্ত্রী

Apr 04, 2020, 18:27 PM IST
1/5

অর্ণবাংশু নিয়োগী: বন্ধ দোকান পাট। মানুষজনের আনাগোনা নেই রাস্তায়। রাস্তার কুকুর খাবার পাবে কোথা থেকে? এই অবস্থায় পথ কুকুরদের খাবার দিতে পথে নামল বন দফতর।

2/5

নেতৃত্বে মন্ত্রী রাজীব ব্যানার্জি। শনিবার গড়িয়াহাট থানার পাশ থেকে শুরু হয় কুকুরদের খাওয়ানো। শাল পাতা এবং খবরের কাগজ পেতে দেওয়া হয় খাবার। 

3/5

মেনুতে ছিল খিচুড়ি, মাংস। সঙ্গে বিস্কুট, পাউরুটি। মন্ত্রী নিজের হাতেই খাবার খাওয়াল তাদের। তারপর দ্বিতীয় দন্তব্য চিড়িয়াখানা। 

4/5

সেখানকার পশুপাখিদের কি অবস্থা সেটাও ঘুরে দেখেন তিনি।মন্ত্রী নিজের হাতে সিংহ, বাঘ, হাতি, জিরাফদের খাবার দেন। 

5/5

এদিন তিনি জানালেন, ‘পথ কুকুরদের খাবারের সমস্যা হচ্ছে। তাই এই পদক্ষেপ। জেলায় জেলায় দফতর তাদের খাওয়াবে। তাছাড়া রাজ্যের সব চিড়িয়াখানাগুলির জন্য এক মাসের রেশন রাখা আছে। পশ-পাখিদের কোনও সমস্যা হবে না।’