স্পেনের বুনোলো বছরে একবার পালিত হয় এই উত্সব। লা টমাটিনা যার নাম। বিশ্বের বৃহত্তম ফুড-ফাইট এই উত্সব।
2/7
2
কম করে ২০ হাজার মানুষ এই উত্সবে মেতে ওঠেন। বহু টুরিস্ট-ও যোগ দেন। একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ে মারেন। ছেলে-মেয়ে নির্বিশেষে চলে এই খেলা। লালে লাল হয়ে ওঠে শরীর, রাস্তা।
photos
TRENDING NOW
3/7
3
প্রায় ১৬০ টন টমেটো শহরে আমদানি করা হয়। শুধুমাত্র এই উত্সবে ব্যবহার করা হবে বলে।
4/7
4
সকাল ১১টা থেকে শুরু হয় উত্সব। তার আগে বুনোল-এর বাসিন্দারা বড় বড় প্লাস্টিক দিয়ে নিজেদের বাড়ির ব্যালকনি ঢেকে ফেলেন।
5/7
5
একসঙ্গে টমেটো উত্সব পালনের পর রাস্তার ধারেই সবাই একসঙ্গে স্নান করেন। আয়োজকরা প্রায় সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করে দেন।
6/7
6
১৯৪৫ সাল থেকে চলে আসছে এই প্রথা। টমেটো উত্পাদনকারী অঞ্চলের বাচ্চারা একে অপরের উপর টমেটো ছুঁড়ে খেলত। সেই থেকেই লা টমাটিনা উত্সবের শুরু।
7/7
7
সাধারণত খাওয়া দাওয়া করেই এই খেলায় নামেন সবাই। পকেট থেকে মাত্র ৯ ইউরো দিলেই টিকিট মিলতে পারে।