1/9
2/9
অন্তর্জাল হাতের মুঠোয় দুনিয়াকে এনে দিয়েছিল। গুগল-এর কোনও বিকল্প নেই। অমিত তথ্যভাণ্ডার। একটি ক্লিকেই জেনে নেওয়া যায় আলতামিরা থেকে আলপিন পর্যন্ত বিচিত্র জিনিস। কিন্তু তবুও কোথাও যেন একটা খামতি ছিল। দুনিয়া যেন হাতের মুঠোয় এসেও মুঠো থেকে বেরিয়ে যাচ্ছিল। সোশ্যাল মিডিয়াই আক্ষরিক অর্থে দুনিয়াকে হাতের মুঠোয় এনে দিল। ইন্টারনেটে-দুনিয়াতেই ঘটল প্যারাডাইম শিফ্ট।
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9
এমন একটি দিন নিছক উদযাপনেরই নয়। এর তাত্পর্যও আছে। আমাদের দৈনন্দিনে Social Media কতটা প্রভাবশালী বা শক্তিশালী তার একটা মূল্যায়ন এদিন করা হয়। Messaging Service App-এর কল্যাণে আমাদের প্রতিক্রিয়া জানানোর গতিও অনেক মসৃণ। বিজ্ঞাপনের দুনিয়াতেও দারুণ পটবদল ঘটিয়েছে এই প্ল্যাটফর্ম। এখন সামগ্রিক ভাবেই পরস্পরকে বোঝার পরিসরটা অনেক বিস্তৃত হয়ে দাঁড়িয়েছে। অপব্যবহার থেকে বিরত হয়ে এর সুষ্ঠু ব্যবহারে অভ্যস্ত হওয়াও এদিনের উপজীব্য।
photos