আচমকাই সাদা বরফের চাদরে ঢাকা পড়ে গেল সৌদি আরবের তাবুক, দেখুন ছবি

Jan 14, 2020, 17:46 PM IST
1/5

S 5

S 5

সৌদি আরব শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল মরুভূমি। জন মানবহীন প্রান্তর। আর তীব্র গরম। শুক্রবার দেশের উত্তরপশ্চিম অংশ ভরে গেল মোটা তুষারের চাদরে।

2/5

S 4

S 4

রাতে মরুভূমির তীব্র ঠাণ্ডা বাতাসের জলীয় বাষ্পকে জমিয়ে তুষার হিসেবে নামিয়ে আনল মাটিতে। উত্তর সৌদির তাবুক ভরে গেল সাদা তুষারে। সেশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই ছবি।

3/5

S 3

S 3

রাস্তাঘাট, পাহাড়, তাঁবু ভরে গেল সাদা বরফে।

4/5

S 2

S 2

ভৌগলিক বৈচিত্রে ভরা এই তাবুক। একাধিক পাহাড়, লোহিত সাগর ও একের পর এক ঐতিহাসিক স্থান দিয়ে সাজানো তাবুক। সবটাই চলে গেল সাদা বরফের চাদরের নীচে।

5/5

s 1

s 1

প্রতিবছর ভোরে তাবুকে জাবাল-আল-লাওয়াজ পাহাড়ে হাজির হন শহরের বাসিন্দারা।  চোখের সামনে তুষার পাতে ধরে রাখেন ক্যামেরায়। শহরের বাইরে থেকেও অনেকে আসেন তুষারপাত দেখতে।