Kolkata Municipal Corporation: উফ! ধর্মতলায় খোদ কলকাতা কর্পোরেশনের বাড়িতেই সাপ! ভয়ংকর...

Snake in Kolkata Municipal Corporation: আঁতকে ওঠার মতোই ঘটনা বইকি! কলকাতা পুরসভায় সাপ! সাড়া পড়ে গেল শহরে।

| Nov 14, 2024, 12:47 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আঁতকে ওঠার মতোই ঘটনা বইকি! কলকাতা পুরসভায় সাপ! হ্যাঁ, খবর প্রায় তেমনই। আজ, বৃহস্পতিবারের বারবেলা এই সাপের খবরেই ত্রস্ত হয়ে পড়ল। (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

1/6

পুরসভায় সাপ!

কলকাতা পুরসভায় সাপ! এ শহরের অতি প্রাচীন বিল্ডিংগুলির একটি। খুবই ঐতিহ্যবাহী।  (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

2/6

সদরে সাপের উপদ্রব!

এস এন ব্যানার্জি রোডে কলকাতা পুরসভার সদর কার্যালয়। সেখানেই আজ, বৃহস্পতিবার সাপের উপদ্রব!  (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

3/6

থরহরিকম্প

খুব স্বাভাবিক ভাবেই থরহরিকম্প সেখানকার কর্মীরা। খোদ শহরের সরকারি ভবনে সাপ দেখা গেলে কার আর মাথার ঠিক থাকে?  (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

4/6

বারান্দায় রোদ্দুর নয়, সাপ

জানা গিয়েছে, পুরসভার কাউন্সিলর ক্লাবের বারান্দায় দেখা গিয়েছে সাপ। এমন মিঠে শীতের বেলায় বারান্দায় কোথায় রোদ্দুর হবে, না, তার জায়গায় সাপ!  (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

5/6

বন দফতর ও পুরসভা

খবর দেওয়া হল বন দফতরে। পুরসভার নিকাশি বিভাগ এবং বন দফতর একযোগে আর কিছুক্ষণের মধ্যে সাপ ধরার অভিযান শুরু করবে বলে একটু আগে জানা গিয়েছিল।  (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)

6/6

চিড়িয়াখানা থেকে

তবে, শেষ পর্যন্ত পাওয়া খবরে  জানা গেল, আলিপুর চিড়িয়াখানা থেকে কর্মীরা আসছেন সাপটিকে ধরতে।  (তথ্য ও ছবি: অয়ন ঘোষাল)