স্মিথ-ওয়ার্নার আইপিএলে খেলবেন? চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

| Mar 08, 2019, 16:16 PM IST
1/5

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

বল-বিকৃতি কাণ্ডের জেরে এক বছর নির্বাসনে ছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্য়ান্ডপেপার গেট- কাণ্ডের দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। 

2/5

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

২৩ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৮ মার্চ স্মিথ-ওয়ার্নারের নির্বাসনের এক বছর কাটিয়ে ফেলার কথা। 

3/5

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

দুই অজি তারকার আইপিএল ভবিষ্যত ঝুলে ছিল দীর্ঘদিন ধরে। স্মিথ-ওয়ার্নারকে আইপিএলে দেখা যাবে কি না তা নিয়ে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছিল না। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া।

4/5

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

স্মিথ ও ওয়ার্নার আইপিএল ২০১৯-এ খেলতে পারবেন। জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স স্মিথ ও ওয়ার্নারকে আইপিএল ২০১৮-তে ব্যান করার সিদ্ধান্ত জানিয়েছিলেন। যুক্তি ছিল, ক্রিকেটের স্পিরিট নষ্ট করা কাউকে টুর্নামেন্টে খেলতে দেওয়ার পক্ষে ভারতীয় বোর্ডের সায় নেই। তবে এবার আইপিএলে তাঁরা খেলতে পারবেন।

5/5

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

আইপিএলে খেলবন স্মিথ-ওয়ার্নার

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ''ওয়ার্নার হায়দরাবাদ ও স্মিথ রাজস্থানের হয়ে খেলতে পারবে। দুজনেই অস্ত্রোপচারের পর নিজেদের ফিট করে তোলার প্রক্রিয়া চালিয়েছে। বিশ্বকাপ ও অ্যাসেজের কথা মাথায় রেখে আমরা স্মিথ ও ওয়ার্নারের ফিটনেসে নজর রাখছি।''