#উৎসব : Shruti, Trina, Ambarish-র পুজোর প্রেমের গল্প চিত্রনাট্যের মতোই

Oct 10, 2021, 18:20 PM IST
1/8

অম্বরীশ ভট্টাচার্য

Ambarish Bhattacharya

পুজো মানেই যেমন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা তেমনই পুজো মানেই পুজোর প্রেম। ছোটবেলার পুজোর প্রেমের গল্প শেয়ার করেছেন তারকারা। 'পুজোর সময় নতুন নতুন সম্পর্ক তৈরি হয়। সরাসরি হয়তো কথা হয় না কিন্তু ফুলটুসিকে ভালো লেগে গেছে। পুজোর কয়েকদিন পাড়ার রক থেকে মাঠ সব জায়গায় অবাধ যাতায়াত। লক্ষ্য একটাই, ফুলটুসিকে দেখা। অঞ্জলির সময় মায়ের পায়ে ফুল দিতে গিয়ে ইচ্ছে করেই তার অর্ধেকটা ছুঁড়ে মারলাম ফুলটুসিকে। এই ফুলে ছোঁড়ার চক্করেই ধরা পড়ে গেলাম। তবে পুজোর সময় এক নয়, একাধিক ফুলটুসির প্রেমে পড়েছি। তবে তাঁরা সবাই আমায় প্রেমের বদলে রাগের দৃষ্টিতেই দেখত।' 

2/8

শ্রুতি দাস

Shruti Das

'ছোটবেলায় পুজোর সময় একজনকে ভালো লেগেছিল। বুঝতে পারছি তাঁরও আমাকে ভালো লাগছে। প্যান্ডেলে অঞ্জলি দিতে গিয়ে দেখলাম সেও ওখানে রয়েছে। সেখানে দাঁড়িয়ে ঐ আড়চোখে দেখা, হাতে ফুল নিয়ে একে অপরকে দেখে নেওয়াই ছিল পুজোর প্রেম।'   

3/8

সৈরীতি বন্দ্য়োপাধ্যায়

Sairiti Banerjee

'পুজোর সময় এমন হয়েছে যে, প্যান্ডেলে ঘুরতে গিয়ে দেখা হয়েছে দুজনের, সেখান থেকেই প্রেম আর এখন তাঁরা বিবাহিত। এটা বাস্তবের ঘটনা। সেই দুজন আমার বন্ধু।' 

4/8

সপ্তর্ষি মৌলিক

Saptarshi Moulik

'ক্লাসে একটি মেয়েকে খুব ভালো লাগত। সে বেশ অনেকটাই লম্বা ছিল। অষ্টমীর দিন আমি তাঁর পাড়ায় যাই। কিভাবে প্রপোজ করব। তখন একটা আর্চিসের কার্ড কিনি, ফুলের তোড়া আর চকলেট হাতে নিয়ে তাঁকে প্রপোজ করলাম। তিনটে কঠিন শব্দ, আই লাভ ইউ বলব। সঙ্গে বন্ধুরাও ছিল। প্রপোজ করার জন্য সবে আই বলেছি দেখি পিছনে আর কেউ নেই সব ফাঁকা। কোথায় বন্ধুরা সাহস দেবে তার বদলে সবাই পালিয়েছে।'

5/8

তৃণা সাহা

Trina Saha

'প্যান্ডেলে ঘুরতে ঘুরতে অনেকেরই প্রেম হয়। আমারও হয়েছে। ঐ প্যান্ডেলে গিয়ে কেউ আমার দিকে তাকাচ্ছে, সেটা আমার ভালোই লাগে। কেউ হাতে ছুঁয়ে যাচ্ছে। আমার ছোটবেলায় এগুলোই আমার পুজোর প্রেম ছিল।'

6/8

রুশা চট্টোপাধ্যায়

Roosha Chatterjee

'অন্যান্য প্রেমের থেকে পুজোর প্রেম সব সময়ই আলাদা, স্পেশাল হয়। কিন্তু আমার আজীবনের দুঃখ যে আমার কোনওদিন পুজোয় কোনও প্রেম হয়নি। পাড়ার একটা ছেলে এসেও আমাকে কখনও প্রেম নিবেদন করেনি। কিংবা আমার কাউকে ভালো লেগেছে, আমি তাকে বলতে পারিনি। এসবের অন্যতম কারণ হচ্ছে আমার বাবা পাড়ার হিটলার।' 

7/8

রুকমা রায়

Rooqma Roy

'পুজোতে এমনিতে ছোটদের প্রেম হয়, আমারও ছোটবেলায় সেরকম প্রেম হয়েছে।' 

8/8

রাজন্যা মিত্র

Ranaya Mitra

'পুজোতে অন্য বন্ধুরা প্রেমে পড়েছে। তাঁরা যাতে একসঙ্গে সময় কাটাতে পারে তো সেই বান্ধবীর বাড়ি গিয়ে কাকিমাকে ম্যানেজ করে তাঁকে নিয়ে বেরিয়ে পড়তাম। তারপর আমরা বন্ধুরা আলাদা হয়ে যেতাম আর তাঁরা একসঙ্গে সময় কাটাত।'