গোয়ার সমুদ্র সৈকতে Sun Kissed এর ছবি শেয়ার করলেন Riya Sen

May 14, 2021, 23:27 PM IST
1/8

গোয়ার সর্বত্রই দেশি-বিদেশি বিকিনি গার্লসদের ছড়াছড়ি৷ তবে তিনি যদি অভিনেতা রিয়া সেন হয় তাহলে তো কোনও কথাই নেই, গোয়ার সমুদ্র সৈকতে Sun Kissed এর ছবি শেয়ার করলেন আর তাতেই কুপোকাত তাঁর ফ্যানেরা।

2/8

বাংলা ইন্ডাস্ট্রিতে 'নৌকাডুবি', 'রোগা হওয়ার সহজ উপায়'র মত ছবির পর আপাতত তাঁর শেষ কাজ Hoichoi -এর 'মিসম্যাচ ২' যা দিয়ে বহু বাঙালি দর্শকের মন জয় করেছেন তিনি।

3/8

সম্প্রতি তিনি YOGA নিয়ে ব্যস্ত, অবশ্য যদি কেউ রিয়ার ফ্যান হন, তাহলে তাঁর Yoga র প্রতি অদম্য যে ভালবাসা সে কথা নতুন করে জানানোর অপেক্ষা রাখে না। 

4/8

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে জানান তিনি প্লাস্টিক বিউটিতে বিশ্বাসী নন, প্লাস্টিক সার্জারি আলাদা করে সুন্দর করতে পারে না, ভিতরের সৌন্দর্যই আপনাকে সুন্দর করে তুলবে।  

5/8

মুনমুন সেনের এই কন্যা সবসময় নিজের Yoga করার ও অন্যান্য নিজের ফিটনেস ভিডিও শেয়ার করে সবসময় তাঁর ফ্যানদের অনুপ্রেরণা দিতে থাকেন। 

6/8

 বর্তমানে তিনি সার্টিফায়েড ট্রেনারও, সে কথা নিজেই তাঁর সোশ্যাল পেজে শেয়ার করেন।

7/8

২০১৭ সালে শিবম তিওয়ারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা। 

8/8

Riya Sen এর বলিউডে অভিনয় করা ছবির সংখ্যাও কম নয় ‘Jhankar Beats’, ‘Apna Sapna Money Money’, ‘Shaadi No. 1’