September 11: World Trade Center-Pentagon হামলার ২০ বছর, ছবির কোলাজে সেদিনের ভয়াবহতা

ওই জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছিল প্রায় ৩০০০ মানুষের। আহত হয়েছিলেন ২৫ হাজারেও বেশি।

Sep 11, 2021, 08:26 AM IST
1/11

১১ সেপ্টেম্বর ২০০১

11 September 2001

নিজস্ব প্রতিবেদন: ১১ সেপ্টেম্বর ২০০১-র সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center) এবং পেন্টাগনে (Pentagon) পরপর হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদার (al-Qaeda) অপহৃত তিনটি বিমান। যা দেখে স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। ইতিহাসের ভয়ঙ্করতম ওই জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছিল প্রায় ৩০০০ মানুষের। আহত হয়েছিলেন ২৫ হাজারেও বেশি। ২০২১-এর ১১ সেপ্টেম্বর। ২০ বছর পর সেই ভয়াবহ জঙ্গি হামলার কিছু স্মৃতি রইল ছবির কোলাজে।

2/11

হচ্ছেটা কী!

Pedestrians in lower Manhattan watch smoke billow from New York's World Trade Center

তখনও জঙ্গি হামলার ভয়াবহতা বুঝে উঠতে পারেননি পথচলতি সাধারণ মানুষ। সকলে রাস্তায় দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) দিকে তাকিয়ে রয়েছেন। কালো ধোঁয়ায় ঢেকেছে অট্টালিকা। 

3/11

চোখে-মুখে আতঙ্ক

People cover their faces as they escape

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center) ভেঙে পড়লে, প্রাণ বাঁচাতে তখন দৌড় লাগান সাধারণ মানুষ। সকলের চোখে-মুখে আতঙ্কের ছাপ।

4/11

9/11-র ভয়াবহতা

A person falls from the north tower of New York's World Trade Center

9/11-র ভয়াবহতার প্রমাণ এই ছবি। বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দিলে নীচে নিশ্চিত মৃত্যু, তা জেনেও কেবল প্রাণরক্ষার তাগিদে শেষ চেষ্টা করে সাধারণ মানুষ। উপর থেকেই ঝাঁপ দেন অনেকেই। 

5/11

কালো ধোঁয়ায় ঢাকল আকাশ

Thick smoke billows into the sky

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) দুটো টাওয়ারে হামলার পর কালো ধোঁয়ায় ঢেকেছে স্ট্যাচু অফ লিবার্টির চারপাশ।

6/11

হামলার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

Fire and smoke billows from the north tower of World Trade Center

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) নর্থ টাওয়ারে হামলার পরের মুহূর্ত।

7/11

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সাউথ টাওয়ার

falling South Tower of the World Trade Center

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (World Trade Center) সাউথ টাওয়ারে হামলার পরের মুহূর্ত। ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা বিল্ডিং। প্রাণ বাঁচাতে ছোটে সাধারণ মানুষ।

8/11

স্বজনহারা কান্না

Two women hold each other

চোখের সামনে ধ্বংসলীলা দেখে স্বজনহারা কান্নায় ভেঙে পড়েন অনেকে। 

9/11

উদ্ধার কার্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী

A fireman

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (World Trade Center) ধ্বংসের পর উদ্ধার কাজ সারছেন মার্কিন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করছেন মৃত-আহতদের।

10/11

অবশিষ্টাংশ

The remains of the World Trade Center

ধ্বংসের পর পড়ে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (World Trade Center) অবশিষ্টাংশ।

11/11

দূর থেকে দেখা যায় কালো ধোঁয়া

Pedestrians watch as smoke billows from the remains of the World Trade Center

দূর থেকে কালো ধোঁয়া দেখছেন সাধারণ মানুষ।