September 11: World Trade Center-Pentagon হামলার ২০ বছর, ছবির কোলাজে সেদিনের ভয়াবহতা
ওই জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছিল প্রায় ৩০০০ মানুষের। আহত হয়েছিলেন ২৫ হাজারেও বেশি।
1/11
১১ সেপ্টেম্বর ২০০১
নিজস্ব প্রতিবেদন: ১১ সেপ্টেম্বর ২০০১-র সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center) এবং পেন্টাগনে (Pentagon) পরপর হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদার (al-Qaeda) অপহৃত তিনটি বিমান। যা দেখে স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। ইতিহাসের ভয়ঙ্করতম ওই জঙ্গি হামলায় মৃত্য়ু হয়েছিল প্রায় ৩০০০ মানুষের। আহত হয়েছিলেন ২৫ হাজারেও বেশি। ২০২১-এর ১১ সেপ্টেম্বর। ২০ বছর পর সেই ভয়াবহ জঙ্গি হামলার কিছু স্মৃতি রইল ছবির কোলাজে।
2/11
হচ্ছেটা কী!
photos
TRENDING NOW
3/11
চোখে-মুখে আতঙ্ক
4/11
9/11-র ভয়াবহতা
5/11
কালো ধোঁয়ায় ঢাকল আকাশ
6/11
হামলার পর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
7/11
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সাউথ টাওয়ার
9/11
উদ্ধার কার্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী
photos