এখন 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ধারাবাহিকের লক্ষ্মীপ্রিয়া'র চরিত্রে অভিনয় করছেন।
photos
TRENDING NOW
3/14
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'এই ছেলেটা ভেলভেলেটা'-তে খলনায়িকার চরিত্রে অভিনয় করার পর থেকেই টেলি দুনিয়ায় সবাই তাঁকে একনামে চেনেন।
4/14
তারও আগে 'আপনজন' ধারাবাহিকেও নজর কেড়েছেন নবনীতা মালাকার।
5/14
জলপাইগুড়ির সুনীতিবালা সদর হাই স্কুলে পড়াশুনা। ওই স্কুল থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাঠ শেষ করেন দোয়েল।
6/14
এরপর জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজ থেকে বাংলা নিয়ে পড়াশুনা করেন নবনীতা।
7/14
ছোটবেলা থেকেই নাচে খুবই পটু ছিলেন নবনীতা। বিশেষ করে কত্থক নৃত্যই তাঁর সবথেকে প্রিয়।
8/14
১১ বছর কত্থকে তামিল নেওয়ার পর তাঁর ইচ্ছে হল সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হবেন। তবে, এটাই বোধহয় ভাগ্য, জি বাংলায় 'ডান্স বাংলা ডান্স'-এর জন্য অডিশন দিয়ে ডাক পেলেন ধারাবাহিকের জন্য।
9/14
মহাপ্রভু শ্রীচৈতন্য ধারাবাহিকের লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করছেন নবনীতা মালাকার।
10/14
এই ধারাবাহিকে নবনীতার বিপরীতে অভিনয় করছেন শুভ রায়চৌধুরী।
11/14
অভিনয় ছাড়াও মডেলিং পেশাতেও খ্যাতি অর্জন করেছেন জলপাইগুড়ির এই তন্বী।