রাজ্যসভার সাংসদ প্রার্থীদের অপরাধের খতিয়ান দেখলে চমকে উঠবেন

Mar 26, 2018, 16:19 PM IST
1/11

Party_1

Party_1

রাজ্যসভায় সাংসদ পদে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের ৯০ শতাংশই কোটিপতির তালিকায়, এমনই রিপোর্ট প্রকাশ করে এডিআর সংস্থা।

2/11

Party_2

Party_2

এই রিপোর্টের পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে এডিআর। কোন কোন রাজনৈতিক দলের রাজ্যসভা সাংসদ প্রার্থীদের সবচেয়ে বেশি অপরাধমূলক কাজকর্ম রয়েছে। 

3/11

Party_3

Party_3

এই সমীক্ষা অভিযোগের ভিত্তিতে করা হয়নি। মামলা এবং এফআইআরের নথির উপর ভিত্তি করেই বানানো হয়েছে।

4/11

Party_4

Party_4

এডিআর রিপোর্ট অনুযায়ী, রাজ্যসভায় সাংসদ পদপ্রার্থীর ১৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। আর ৮ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা রয়েছে। 

5/11

Party_5

Party_5

আরজিডি-র বিরুদ্ধে ১০০ শতাংশ অপরাধমূলক মামলা চলছে, যেখানে গুরুতর অপরাধের ক্ষেত্রে হার ৫০ শতাংশ।

6/11

Party_6

Party_6

দ্বিতীয় স্থানে রয়েছে শিবসেনা। এই দলের বিরুদ্ধে ১০০ শতাংশ অপরাধমূলক মামলা রয়েছে। তবে, গুরুতর অপরাধে কোনও রেকর্ড নেই শিবসেনার।

7/11

Party_7

Party_7

দক্ষিণের জনতা দল (সেকুলার) অপরাধের পরিমাণ ১০০ শতাংশ। যদিও গুরুতর অপরাধের কোনও রেকর্ড নেই।

8/11

Party_8

Party_8

নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের বিরুদ্ধে ৬৭ শতাংশ অপরাধমূলক মামলা চলছে। ৩৩ শতাংশ গুরুতর অপরাধের মামলা রয়েছে।

9/11

Party_9

Party_9

তেলুগু দেশমের ক্ষেত্রে ৫০ শতাংশ অপরাধমূলক মামলা রয়েছে, তবে তাদের প্রার্থীর বিরুদ্ধে কোনও গুরুতর অপরাধের অভিযোগ নেই।

10/11

Party_10

Party_10

বিজেপি ক্ষেত্রে অপরাধের পরিমাণে ভারসাম্য রয়েছে। ২৪ শতাংশ 'সাধারণ' অপরাধ এবং ১৪ শতাংশ গুরুতর অপরাধের মামলা চলছে।

11/11

Party_11

Party_11

কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে দুটো ক্ষেত্রে সমানে সমানে অপরাধ রয়েছে। ১৮ শতাংশ অপরাধ এবং গুরুতর অপরাধের মামলা চলছে।