Anubrata Mondal: বীরভূমের দলীয় রাজনীতি এবার কোন পথে? অনুব্রত নিয়ে চলে এল মমতার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ...
Anubrata Mondal in Birbhum Core Committee Meeting: দীর্ঘ টানাপোড়েনের পরে অনুব্রত মণ্ডলকে মধ্যমণি করে বীরভূমে শুরু হল কোর কমিটির বৈঠক। উপস্থিত কাজল শেখও। দলের রাশ কার হাতে থাকবে, অনুব্রত মণ্ডল, না, কাজল শেখ?
প্রসেনজিৎ মালাকার: দীর্ঘ টানাপোড়েনের পরে অনুব্রত মণ্ডলকে মধ্যমণি করে বীরভূমে শুরু হল কোর কমিটির বৈঠক। উপস্থিত কাজল শেখও। বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক প্রতিনিধিও। অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথম কোর কমিটির বৈঠক হল। দলের নেতা-কর্মীরা এই বৈঠকের দিকে তাকিয়ে। কারণ, এই বৈঠকে কী সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করেই বীরভূমের রাজনীতির হাওয়া বইবে। তবে সব চেয়ে বড় প্রশ্ন-- দলের রাশ কার হাতে থাকবে, অনুব্রত মণ্ডল, না, কাজল শেখ? দলে কার ভূমিকা কী হবে?
1/6
কোন পথে বীরভূম
2/6
ফিরেছেন অনুব্রত
photos
TRENDING NOW
3/6
অনুব্রত ফেরার পরেও
4/6
কোর কমিটি
5/6
টানটান উত্তেজনা
২ মাস কোর কমিটির কোনও বৈঠক হয়নি বলে সোচ্চার হয়েছিলেন অনুব্রতর যুযুধান হিসাবে পরিচিত কাজল শেখ। তার পরেই দেখা গেল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেন। সেই বৈঠক অনুব্রত মণ্ডলকে নিয়েই করতে হবে, এমনও নির্দেশও দেন নেত্রী। ফলে অনুব্রতর প্রত্যাবর্তনে এই প্রথম কোর কমিটির বৈঠক। অনুব্রতকে মধ্যমণি করে এই বৈঠক শুরু হয়। তাই বৈঠক ঘিরে টানটান উত্তেজনা দলের অন্দরে।
6/6
রুদ্ধদ্বার বৈঠকে
photos