সাত পাকে বাঁধা পড়লেন কাজল আগরওয়াল, রইল বিয়ের অ্যালবাম

Oct 30, 2020, 23:13 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। শুক্রবার সন্ধেয় মুম্বইয়ের তাজমহল প্যালেসে বসে বিয়ের আসর।   

2/5

খাঁটি ভারতীয় রীতি মেনে সম্পন্ন হয়েছে বিয়ে। বর-বধূ সাত পাক ঘুরেছেন। 

3/5

ট্র্যাডিশনাল বধূর সাজে বেশ লাগছে কাজলকে। মাথায় পরেছেন সোনার মাথা পট্টি। হালকা গোলাপি শেরওয়ানিতে দারুণ সঙ্গত দিয়েছেন বর গৌতম কিচলু। 

4/5

চলতি মাসের শুরুতেই বিয়ের ঘোষণা করেছিলেন কাজল আগরওয়াল। কোভিড পরিস্থিতিতে হাতে গোনা বন্ধুদের এ দিন বিবাহ অনুষ্ঠান সারেন অভিনেত্রী। 

5/5

কাজল আগরওয়াল দক্ষিণী ছবির পরিচিত মুখ। বলিউডেও কাজ করেছেন। তাঁর স্বামী ব্যবসায়ী, ইন্টিরিয়র ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক।