কোভিড সারার পর মেলা লোক নিয়ে গঙ্গারতি দিলীপের; সাফাই,'জনজাগরণ'

Oct 30, 2020, 22:40 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কোজাগরী পূর্ণিমায় কাশীপুরের বৈষ্ণবীবালা ঘাটে গঙ্গারতি করলেন দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। 

2/5

লক্ষ্মীপুজোর দিন গঙ্গারতি? দিলীপের সাফাই,'গঙ্গা বাঁচানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গঙ্গাকে দূষণমুক্ত করতে, পবিত্র করতে দরকার জনজাগরণ। ঘাটকে দূষণমুক্তও করা হচ্ছে।'

3/5

এ দিন কোভিড বিধির তোয়াক্কা না করেই বিশাল লোকজন জড়ো হয়েছিলেন গঙ্গার ঘাটে। সামাজিক দূরত্বের তো বালাই নেই। মাস্ক নেই সকলের।

4/5

দিন কয়েক আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন দিলীপ ঘোষ। তার পর এত লোক নিয়ে গঙ্গারতি? বিজেপির রাজ্য সভাপতির ব্যাখ্যা, ভিড় হয়েছে। তবে সবাই মাস্ক পরে আছেন। 

5/5

এ দিন ঘরে লক্ষ্মীপুজো করেন বিজেপি নেতা রাহুল সিনহা।