খ্রিস্টমাস, নিউ ইয়ারে এবার পার্ক স্ট্রিটে ঘুরতে দারুণ সুবিধা
Dec 21, 2018, 20:00 PM IST
1/7
খ্রিস্টমাস ও নিউ ইয়ার্স-এর ভিড় সামলাতে কোমর বেঁধে ময়দানে নামছে প্রশাসন।
2/7
কলকাতা শহরে প্রায় ১ হাজার বাহিনী মোতায়েন থাকবে। ১১০টি পিকেট বসানো হবে। ১৯টি থানায় ২৪ তারিখ রাত থেকেই বাহিনী মজুত রাখা হবে। প্রতিটি ডিভিশনেও রিজার্ভ ফোর্স থাকবে।
photos
TRENDING NOW
3/7
শহরের ৩০টি নাইটক্লাব, হোটেলে পুলিশি নজরদারির ব্যবস্থা থাকছে। থাকবে ১১টা ওয়াচ টাওয়ার। নজরদারির জন্য শহরজুড়়ে টহল দেবে ২০টি মোটর সাইকেল টিম।
4/7
সেদিন রাস্তায় থাকবেন ১০ জন ডিসি। থাকবে ৮টা অ্যাম্বুলেন্স, ১৬টা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ, ৬টা ডিএমজি স্পেশাল টিম।
5/7
নদীপথেও নজরদারির ব্যবস্থা থাকছে। মেট্রো স্টেশনগুলিতেও থাকছে বিশেষ নজরদারির ব্যবস্থা। মদ্যপ বাইক ও গাড়িচালকদের ধরতে চলবে বিশেষ অভিযান।
6/7
উত্সবের দিনগুলিতে গোটা পার্ক স্ট্রিট চত্বরকে ৭টা সেক্টরে ভাগ করে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পার্ক স্ট্রিটের ভিড় সামাল দিতে এবছর নতুন স্ট্র্যাটেজি নিচ্ছে কলকাতা পুলিশ।
7/7
চলতি বছর ২দিক দিয়েই (মল্লিকবাজারে দিক দিয়েও) পার্ক স্ট্রিটে ঢোকা যাবে। তারপর ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট হয়ে জওহরলাল নেহরু রোড দিয়ে বাইরে বেরতে হবে। পথচারীদের জন্য থাকছে নতুন ব্যবস্থা।