Second Hooghly Bridge: মেরামতির জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! কবে, কখন?

Vidyasagar Setu: সেতুর আমূল সংস্কারের পাশাপাশি গত বছরের ডিসেম্বর মাস থেকেই ধাপে ধাপে বদলানোর কাজ চলছে সেতু বেঁধে রাখার ইস্পাত ফাইবার।গত মাসের তৃতীয় সপ্তাহেও একইভাবে সেতু মাঝরাতে ২ ঘন্টার জন্য ক্লোজ করা হয়েছিল। এবার ফের বন্ধ থাকবে।

Jan 19, 2024, 14:43 PM IST
1/7

অয়ন ঘোষাল: রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার ভোর রাত ১ টা থেকে ৩ টে পর্যন্ত সম্পূর্ন রূপে বন্ধ বিদ্যাসাগর সেতুর উভয় দিকের যান চলাচল।  

2/7

কলকাতা ট্রাফিক পুলিশ এবং এইচ আর বি সি যৌথ ভাবে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে।  

3/7

সেতুর আমূল সংস্কারের পাশাপাশি গত বছরের ডিসেম্বর মাস থেকেই ধাপে ধাপে বদলানোর কাজ চলছে সেতু বেঁধে রাখার ইস্পাত ফাইবার।  

4/7

এর জেরে এমনিতেই বিদ্যাসাগর সেতুতে মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ।  

5/7

সেগুলি নিবেদিতা সেতু দিয়ে ঘুরপথে যাতায়াত করছে বেশ কয়েকদিন ধরেই। তারই মধ্যে আজ রাতে ২ ঘন্টার জন্য সেতু সম্পূর্ন ক্লোজ করা হচ্ছে।  

6/7

গত মাসের তৃতীয় সপ্তাহেও একইভাবে সেতু মাঝরাতে ২ ঘন্টার জন্য ক্লোজ করা হয়েছিল।  

7/7

মোট ৮ বার এভাবে সেতু ক্লোজ করতে হবে বলে আগেই জানিয়েছিল HRBC.