এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিল এসবিআই

Oct 01, 2018, 14:12 PM IST
1/7

s 7

s 7

আপনি কি স্টেট ব্যাঙ্কের গ্রাহক? তাহলে বড় অঙ্কের লেনদেন করতে গিয়ে সমস্যা পড়তে পারেন। কারণ এটিএম থেকে টাকা তোলার নিয়মে কিছু বদল আনল এসবিআই।

2/7

s 6

s 6

ব্যাঙ্কের বেশকিছু ডেবিট কার্ডে টাকা তোলার লিমিট ৪০,০০০ থেকে কমিয়ে ২০,০০০ করে দেওয়া হল। ফলে বড় লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

3/7

S 5

S 5

নতুন নিয়ম চালু করা হবে ৩১ অক্টোবর থেকে। ফলে বড় অঙ্কের টাকা তুলতে গেলে কয়েক দিন ধরে তা তুলে রাখতে হবে।

4/7

S 4

S 4

ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ৩০ দিন আগেই এই নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে এসবিআইয়ের প্রতিটি ব্রাঞ্চে।

5/7

S 3

S 3

নতুন নিয়ম লাগু হচ্ছে ক্ল্যাসিক ও মেয়েস্ট্রো ডেবিট কার্ডের ক্ষেত্রে।

6/7

S 2

S 2

এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর পি কে গুপ্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, পরিসংখ্যান বিশ্লেষণ দেখা গিয়েছে, অধিকাংশ গ্রাহক টাকা তোলেন ২০,০০০ কম। ফলে নতুন নিয়মে গ্রাহকদের খুব বেশি সমস্যা হবে না।

7/7

s 1

s 1

এটিএম জালিয়াতি ঠেকাতে ও ডিজিটাল লেনদেন বাড়াতে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এসিবআই সূত্রে খবর।