Shani Uday: এই শনিতেই উদয় হবে গ্রহযোগ! বড় দুর্যোগ নামতে পারে ৫ রাশির জীবনে?

Mar 03, 2023, 17:16 PM IST
1/7

Shani Uday

Shani Uday

রাত পোহালেই শনির প্রভাব পড়তে চলেছে বেশ কয়েকটি রাশির জীবনে, এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। কুম্ভ রাশিতে উদিত হতে চলেছেন ন্যায়ফলদাতা এবং কর্মফলদাতা শনি। যা একাধিক রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। 

2/7

Shani Uday

Shani Uday

জ্যোতিষশাস্ত্র মতে, শনি উদিত হওয়ার ফলে পাঁচটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। তাঁদের অর্থলাভ হতে চলেছে। চাকরিতে উন্নতি হবে।   

3/7

Shani Uday

Shani Uday

শনি উদিত হওয়ার ফলে মন প্রসন্ন থাকবে ধনু রাশির জাতকদের। আয় বাড়বে। চাকরিতে অফিসারদের সহযোগিতা লাভ করবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। 

4/7

Shani Uday

Shani Uday

শনি উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবে। অনুকূল সময় শুরু হবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে।

5/7

Shani Uday

Shani Uday

বৃষ রাশির জাতকদের চাকরিতে উন্নতি হবে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। ব্যবসায় নয়া কোনও পরিকল্পনা থাকলে তাতে সাফল্য লাভ করবেন।

6/7

Shani Uday

Shani Uday

শনি উদিত হওয়ার ফলে মন প্রসন্ন থাকবে ধনু রাশির জাতকদের। আয় বাড়বে। চাকরিতে অফিসারদের সহযোগিতা লাভ করবেন। পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। 

7/7

Shani Uday

Shani Uday

শনি উদিত হওয়ার ফলে মেষ রাশির জাতকদের চাকরিতে পরিবর্তন হতে পারে মেষ রাশির জাতকদের। মায়ের থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। মায়ের সহযোগিতা লাভ করবেন। কাজের প্রতি উৎসাহ বাড়বে।