'সুন্দরবন এবং সুন্দরমনের পুজো'! এবার অন্যরকম পুজোর শপথ উত্তর কলকাতার পুজো কমিটিগুলির

Aug 23, 2020, 17:30 PM IST
1/5

পুজোকমিটিগুলোর মানবিক মুখ, পুজোর বাজেটের একটা অংশ তাঁরা পৌঁছে দিয়েছিলেন সুন্দরবনের সর্বহারা মানুষদের। আর তারই স্বীকৃতি দিল মন্ত্রী শশী পাঁজা।

2/5

অন্যান্য বছরের মতো এবছরের পুজোয় জাঁকজমক থাকবে না তেমন। একথা বলার অপেক্ষা রাখে না। করোনা এবং আমফানের দাপটে কার্যত ধুঁকছে সুন্দরবন। আর তাঁদেরই পাশে দাঁড়িয়েছে উত্তর কলকাতার বেশ কিছু পুজো কমিটি। 

3/5

সুন্দরবন এবং সুন্দরমনের পুজো, এই ছিল আজকের স্লোগান। কুমোরটুলি সর্বজনীন থেকে আহিরীটোলা বড়তলা শ্যামবাজার পল্লীর মত উত্তর কলকাতা দশটি পুজো কমিটি শপথ নিল অন্যরকম পুজোর। 

4/5

জানানো হয়েছে বাজেটে কাটছাট করে সেই টাকা ব্যবহৃত হবে ত্রাণের কাজে। আর তাঁদেরকে উৎসাহি করলেন মন্ত্রী শশী পাঁজা    

5/5

শাঁখ বাজিয়ে পুজো কমিটির চেয়ারম্যান মাননীয়া মন্ত্রী শশী পাঁজাও সংঘবদ্ধ পুজোর শপথ নিলেন। উপস্থিত ছিলেন পুজো কমিটিগুলির মহিলাবাহিনীও। লাল পাড় সাদা শাড়িতে শপথ নিলেন তাঁরাও। অতিমারীর আবহে সরকারি সমস্ত বিধিনিষেধ মেনেই পুজো হবে জানালেন তাঁরা।