লকডাউনে মাথায় হাত উত্তরবঙ্গের দিনমজুরীদের, সাহায্যের হাত বাড়ালেন বেলকোবার ফরেস্ট রেঞ্জ অফিসার
Mar 28, 2020, 12:25 PM IST
1/5
লকডাউন গোটা ভারতে। রাজ্যেও গৃহবন্দি মানুষ। কার্যত বজ্রপাত হয়েছে দিন আনি দিন খাই মানুষদের মাথায়। এই পরিস্থিতিতে রোজগার নেই। কার্যত ভুখা পেটেই দিন কাটছে তাঁদের।
2/5
অনেকেই প্রয়োজনীয় খাবার পাচ্ছেন না। আর তাদের পাশে দাঁড়ালেন বেলকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।
photos
TRENDING NOW
3/5
পরিস্থিতি খারাপ হচ্ছে ক্রমশ। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন সকলেই।
4/5
পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। কখনও কলকাতা পুলিস, কখনও রাজ্য পুলিস নিজেদের সামর্থ্য অনুয়ায়ী সাহায্য করছেন সকলেই।
5/5
এবার এমনই এক মানবিক ছবি ধরা পরল বেলাকোবায়। সীমান্ত এলাকায় বসবাসকারী দরিদ্র অসহায় পরিবারকে চাল, ডাল, সোয়াবিন, আলু বিলি করলেন ফরেস্ট রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।