ফুটবলারদের আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত বেতন কাটা গেল মেসিদের
Mar 27, 2020, 19:35 PM IST
1/5
করোনা ভাইরাসের দাপট স্পেন জুড়ে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে । বাড়ছে মৃতের সংখ্যাও। পুরো দেশ লকডাউন।
2/5
স্বাভাবিকভাবেই স্পেনে বন্ধ সব ধরনের ফুটবল। স্থগিত লা লিগা, কোপা দেল রে। আয়ের পথ বন্ধ আপাতত। এই অবস্থায় ফুটবলারদের বেতন থেকে একটা অংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
photos
TRENDING NOW
3/5
প্রথম দিকে বেঁকে বসেন বার্সেলোনার সিনিয়র ফুটবলাররা। পরে খেলোয়াড় এবং ক্লাবের বোর্ড সদস্যদের এই নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়। শেষ পর্যন্ত অনড় থাকে কর্তৃপক্ষ। বেতন বেতন কাটার সিদ্ধান্ত বহাল থাকে।
4/5
করোনার কারণে ক্লাবের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ফুটবলারদের বেতন কাটার সিদ্ধান্ত প্রথম মাথায় আসে ক্লাব প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তামেউয়ের।
5/5
সমস্যার সমাধানে এগিয়ে আসে ফিফা । ফিফার এই অবস্থানকে হাতিয়ার করে বার্সা তাদের ফুটবলারদের বেতন কাটার সিদ্ধান্ত নেয়।