ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট শুরুর আগেই করোনা আতঙ্ক ইংল্যান্ড শিবিরে!

Jul 03, 2020, 20:37 PM IST
1/5

৮ জুলাই থেকে সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে হঠাত্ করে করোনা আতঙ্ক ইংল্যান্ড শিবিরে।  

2/5

বুধবার নিজেদের মধ্যে দুই দলে ভাগ করে প্রস্তুতি ম্যাচে অংশ নেয় ইংল্যান্ড। প্রথম দিন ১৫ রানে অপরাজিত থাকা স্যাম কুরান রাতে অসুস্থ বোধ করেন।

3/5

কুরানের ডায়েরিয়া হয়, ফলে পরের দিন আর খেলতে নামেননি তিনি। ইসিবি জানিয়ে দেয়, আর ম্যাচে খেলবেন না স্যাম কুরান।

4/5

কোনওরকম ঝুঁকি না নিয়ে কুরানের করোনা পরীক্ষা করা হয়েছে। আপাতত সেল্ফ আইসোলেশনে রয়েছেন তিনি।

5/5

কুরানের কোভিড টেস্টের ফল নেগেটিভ। অনুশীলন শুরু করবেন তিনি বলে জানা গিয়েছে।