Royal Enfield-র চিনা ভার্সন, হুবহু Copy-paste,নাম The Hanway G30

Mar 23, 2021, 16:56 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: হুবহু এক দেখতে। চিনা গাড়ি নির্মাতা সংস্থা তৈরি করেছে Royal Enfield Himalayan-র মেডেলের একটি বাইক। তবে এটি প্রথমবার নয়,  Ducati Scrambler থেকে Honda Gold Wing, এবং the KTM 200 Duke পর্যন্ত নকল করে বানিয়েছে এই সংস্থা। 

2/5

সম্প্রতি Royal Enfield Himalayan-মডেল তৈরি করেছে। তবে ফিচার ও স্পসিফিকশনে অনেকটা এগিয়ে রয়েছে বলে দাবি চিনা বাইক নির্মাতা সংস্থার। মডেলটির নাম The Hanway G30। 

3/5

তবে এই মডেলে রয়েছে একাধিক ইলেকট্রিক  গ্যাজেট। এতে থাকছে Full LED লাইট। 5-volt 2-ampere charging port-র সঙ্গে থাকছে   TFT console।   

4/5

কোম্পানির দাবি  Royal Enfield Himalayan-র চেয়েও hardware-য়ে  অনেকটা এগিয়ে The Hanway G30। 

5/5

Royal Enfield Himalayan-য়ে চেয়েও বড় ট্যাঙ্ক রয়েছে এই বাইকে।  দামও Royal Enfield Himalayan-র চেয়েও অনেকটা কম। ভারতীয় মুদ্রা অনুযায়ী ১.৯২ লাখ।  ডুয়াল চ্যালেন  ABS এর সঙ্গে ২৮০ mm এবং ২৪০ mm ডিস্ক ব্রেক রয়েছে।