1/12
জিও জন মুলোর
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ওরফে 'এআই'। এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিচ্ছেন ডিজিটাল আর্টিস্টরা। দক্ষিণ ভারতের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এনথুসিয়াস্ট জিও জন মুলোর ইতিমধ্যেই পরিচিত নাম সোশ্যাল মিডিয়ায়। এর আগেই তিনি কৃত্রিম মেধায় ম্যাজিক দেখিয়ে নেটিজেনদের বুঁদ করেছেন। জন তাঁর ভাবনায় নেতাজি-গান্ধীজিদের দিয়ে সেলফি তুলিয়েছেন। মোনালিসাকে হাঁটিয়েছেন ভরা বাজারে। এবার পবিত্র রমজান মাসে জন আরও একধাপ এগিয়ে গেলেন। ইফতারের প্রস্তুতিতে তিনি কাজে লাগালেন ফুটবলার-অভিনেতাদের।
2/12
এআই ছবি
জন দুবাইয়ের রামদান ফুড স্ট্রিটে গিয়েছিলেন সম্প্রতি। সেখানে গিয়ে তিনি একাধিক সেফ ও ওয়েটারদের রাস্তায় সবজি কাটাকুটি থেকে রান্নাবান্না করতে দেখেছেন। বাস্তবের এই সকল চরিত্রই অভাবি মানুষদের সেবায় রমজানে হয়েছেন স্বেচ্ছাসেবক। গরিবদের মুখে অন্ন তুলে দেন তাঁরা। এ দেখে জনের মন ভরে গিয়েছে। এবার ভারতীয় শিল্পীর কল্পনায় সবজি কাটলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রান্না করলেন ডেভিড বেকহ্যাম। আর তদারকি করলেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রামদানের আলো দেখাচ্ছেল লিওনেল মেসি, বারাক ওবামারা।
photos
TRENDING NOW
3/12
লিওনেল মেসি
5/12
ডেভিড বেকহ্যাম
7/12
টম ক্রুস
12/12
কিনু রিভস
photos