ব্যাট দিয়ে ভাঙলেন উইকেট, জরিমানা রোহিত শর্মার

Apr 29, 2019, 11:04 AM IST
1/5

জরিমানা হল রোহিত শর্মার

জরিমানা হল রোহিত শর্মার

আম্পায়ারের সামনেই ব্যাট দিয়ে উইকেট ভাঙলেন। মেজাজ হারিয়ে এমন কাজ করলেন রোহিত শর্মা। আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে গেলেন মুম্বইয়ের অধিনায়ক। 

2/5

জরিমানা হল রোহিত শর্মার

জরিমানা হল রোহিত শর্মার

কলকাতার বিরুদ্ধে এলবিডব্লিউ হয়েছিলেন রোহিত। এর পরই আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে ক্ষোভ প্রকাশ করে যান। মাঠে এমন ব্যবহারের জন্য রোহিত শর্মার জরিমানা হল। তার ম্য়াচ ফি-র ১৫ শতাংশ জরিমানা হয়েছে।

3/5

জরিমানা হল রোহিত শর্মার

জরিমানা হল রোহিত শর্মার

চলতি আইপিএলে এর আগেও স্লো ওভার রেটের জন্য জরিমানা হয়েছিল রোহিতের। 

4/5

জরিমানা হল রোহিত শর্মার

জরিমানা হল রোহিত শর্মার

এর আগে ধোনি ও বিরাট কোহলির জরিমানা হয়েছে। চলতি আইপিএলে দুজনই আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। 

5/5

জরিমানা হল রোহিত শর্মার

জরিমানা হল রোহিত শর্মার

এদিন ইডেনে ৮ বলে ১২ রানের মাথায় কলকাতার পেসার হ্যারি গার্নের ডেলিভারিতে এলবিডব্লিউ হয়েছিলেন রোহিত।