Tokyo Olympics: পদক জয়ের স্বপ্ন, অলিম্পিকে দেশের হয়ে রজার ফেডেরার
Jul 06, 2021, 00:17 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন- ফের একবার দেশের হয়ে অলিম্পিকস খেলতে চলেছেন রজার ফেডেরার। সোমবার ঘোষণা করল সুইজারল্যান্ড টেনিস সংস্থা। দেশের হয়ে সিঙ্গলস খেলবেন তিনি।
2/5
আগামি ৮ অগাস্টে ৪০ বছর বয়স হবে রজার ফেডেরারের। তবে এই বয়স তাঁর কাছে কিছুই নয়। একইরকম স্বপ্ন দেখেন পদক জয়ের।ঝুলিতে ২০ টি গ্র্যান্ড স্লাম রয়েছে। এখন উইম্বলডন খেলছেন রজার। সোমবার তিনি ইটালির লরেঞ্জো মুসোত্তির মুখোমুখি হয়েছিলেন।
photos
TRENDING NOW
3/5
২০০৮-এর বেজিং অলিম্পিকসে স্ট্যানিস্লাস ওয়াওরিঙ্কাকে সঙ্গে নিয়ে ডাবলস খেতাব জিতেছিলেন। ২০১২-র লন্ডন অলিম্পিকসে অবশ্য রুপো জেতেন ফেডেরার। অ্যান্ডি মারের কাছে ফাইনালে পরাজিত হন তিনি। ২০১৬ সালে চোটের জন্য রিও অলিম্পিকসে নামতে পারেন নি রজার।
4/5
এবারের অলিম্পিকসে তাঁর দেশ ১১৬ জনের টিম পাঠাচ্ছে। তবে টেনিস দলে পুরুষ বিভাগে তিনিই একমাত্র প্রতিনিধি। লন টেনিসে অবশ্য সুইজারল্যান্ড ২ মহিলা টেনিস খেলোয়াড় পাঠাচ্ছে।বেলিঞ্চা বেনচিচ ও ভিক্টোরিয়া গলুবিচ। তাঁরা অবশ্য সিঙ্গলস ও ডাবলস দুটোই খেলবেন।
5/5
টোকিওয় অলমিম্পিকসের আসর বসছে ২৩ জুলাই। টেনিসের লড়াই অবশ্য শুরু হবে ২৪ জুলাই থেকে। শেষ ১ অগাস্ট।