৪০০ বছরের পুরনো এই মন্দিরে পুরোহিত নেই, মন্ত্রোচ্চারণ করায় রোবট

Dec 07, 2019, 16:16 PM IST
1/5

পুরোহিতের বদলে রোবট

পুরোহিতের বদলে রোবট

৪০০ বছরের পুরনো বৌদ্ধ মন্দির। তবে সেখানে এখন আর কোনও পুরোহিত নেই। তার বদলে রয়েছে একটি রোবট। মিন্দার নাম তার। এই রোবটও আগত দর্শনার্থীদের মন্ত্রোচ্চারণ করায়। 

2/5

পুরোহিতের বদলে রোবট

পুরোহিতের বদলে রোবট

দশ লাখ মার্কিন ডলার খরচ করে ওসাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস বিভাগের অধ্যাপক হিরোশি ইশিগুরো মিন্দারকে তৈরি করেছেন। মিন্দার ঘাড়, হাত ও মাথা নাড়াতে পারে। দুই হাত জড়ো করে প্রার্থনার ভঙ্গিতে প্রশান্ত কণ্ঠস্বরে কথা বলে মিন্দার।

3/5

পুরোহিতের বদলে রোবট

পুরোহিতের বদলে রোবট

জাপানের হনশু দ্বীপের কিয়োটো শহরে অবস্থিত কোডায়জি মন্দিরে বৌদ্ধদের করুণা দেবী কাননের অবতার হিসেবে রোবট মিন্দার দর্শনার্থীদের মন্ত্র পড়ায়। তরুণ প্রজন্মকে বৌদ্ধ ধর্মের প্রতি প্রভাবিত করতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন মন্দিরের অন্যতম পুরোহিত তেনশো গোটো।

4/5

পুরোহিতের বদলে রোবট

পুরোহিতের বদলে রোবট

পুরোহিতের জায়গায় রোবটের মন্ত্রোচ্চারণ বৌদ্ধ ধর্মের গরিমা ও পবিত্রতা নষ্ট করছে বলে মনে করছেন অনেকে। আবার অনেকে বলেছেন, পর্যটকদের আকর্ষণ করে অর্থ উপার্জনের জন্যই এমন কাজ করছে মন্দির কর্তৃপক্ষ। 

5/5

পুরোহিতের বদলে রোবট

পুরোহিতের বদলে রোবট

গিটো অবশ্য বলেছেন, ''অনেকে তো রোবটকে ফ্রাঙ্কেস্টাইনের সঙ্গে তুলনা করছেন। জাপানিদের রোবট নিয়ে কোনও সংস্কার নেই। আমরা ছোটবেলা থেকেই কমিকস পড়ে বড় হয়েছি। সেখানে রোবটকে আমরা বন্ধু হিসাবেই জেনেছি। মিন্দার একদিন বিপুল প্রজ্ঞার অধিকারী হবে।''