Nabanna Abhijan: নৈরাজ্যের নবান্ন অভিযান! ছাত্রের নামে এরা কারা? ক্ষোভে ফুঁসছেন রাতদখলের তারকারা...

Celebs on Nabanna Abhijan: আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদে সারা বাংলার দিকে দিকে চলছে প্রতিবাদ মিছিল। মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেয় ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে এক সংগঠন , যার নেপথ্যে বিজেপি-আরএসএস যোগ রয়েছে বলে বিরোধীদের দাবি। বেলা বাড়তেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পালটা জলকামান ও কাঁদানে গ্যাস। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মন্তব্য তুলে ধরলেন টলিউডের তারকারা। 

Aug 27, 2024, 20:26 PM IST
1/12

জীতু কমল

জীতু উল্টে লেখেন, 'ন্যায় চাই, যাক গুলিয়ে দেওয়া গেছে। '

2/12

সুদীপ্তা চক্রবর্তী

এক আন্দোলনকারী পুলিসকে চুড়ি পরার কথা বলায় চটেছেন সুদীপ্তা। অভিনেত্রী লেখেন, 'চুড়ি পরেই সবাই আজ রাস্তায়। চুড়ি নিয়ে ঠাট্টা বন্ধ করুন। চুড়িকে ভয় পান।'

3/12

ঋত্বিক চক্রবর্তী

ঋত্বিক চক্রবর্তীর প্রশ্ন, “এ কেমন ছাত্র দেখালে তুমি?”

4/12

রূপাঞ্জনা মিত্র

রূপাঞ্জনা লেখেন, 'কোথায় ছাত্র? দেখতে পাচ্ছি না কেন?'

5/12

অনিন্দ্য চট্টোপাধ্যায়

আন্দোলনকারীদের নিয়ে মজার ছলেই পোস্ট করেন অনিন্দ্য। 

6/12

রুপালি ভট্টাচার্য

রুপালি লেখেন 'আজ ছাত্রদের দেখে বুঝলাম, আমরা এখনও শৈশবে'।

7/12

প্রেমেন্দু বিকাশ চাকী

প্রেমেন্দু বিকাশ চাকী প্রশ্ন তোলেন, 'ছাত্র কি কম পড়েছে'?

8/12

দ্রোণ আচার্য

দ্রোণ লেখেন, 'পুলিস চাইলে পারে...'

9/12

প্রতীম ডি গুপ্তা

প্রতীমের দাবি যে আন্দোলন দিনের পর দিন শক্তিশালী হচ্ছিল তা এভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা লজ্জাজনক।

10/12

দেবলীনা মুখোপাধ্যায়

দেবলীনা মুখোপাধ্যায় লেখেন, 'কোথায় ছাত্ররা?'

11/12

সম্পূর্ণা লাহিড়ি

শান্তিপূর্ণ আন্দোলনের নামে এই অশান্তি কেন? প্রশ্ন সম্পূর্ণার। 

12/12

রাতুল মুখোপাধ্যায়

রাতুল লেখেন, ছাত্রসমাজের নামে রাজনীতি করে মানুষের আন্দোলনকে ছোট করা যাবে না।