Ritabhari Chakraborty: চিত্রাঙ্গদার আইনি বিয়ে, আবেগে ভাসলেন বোন ঋতাভরী

Apr 25, 2022, 20:33 PM IST
1/6

চিত্রাঙ্গদার বিয়ে

Ritabhari on Chitrangada Wedding 1

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই আংটি বদল করেছিলেন চিত্রাঙ্গদা ও সম্বিত, এবার আইনি বিয়ে সারলেন তাঁরা।   

2/6

চিত্রাঙ্গদার বিয়ে

Ritabhari on Chitrangada Wedding 2

পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে করলেন চিত্রাঙ্গদা।   

3/6

চিত্রাঙ্গদার বিয়ে

Ritabhari on Chitrangada Wedding 3

মেয়ের বিয়ের সেই ছবি পোস্ট করেছেন পরিচালক মা শতরূপা সান্যাল ও বোন ঋতাভরী চক্রবর্তী। তাঁরা জানিয়েছেন যে আগামী শীতে সোশ্যাল ম্যারেজ করবেন তাঁরা।   

4/6

চিত্রাঙ্গদার বিয়ে

Ritabhari on Chitrangada Wedding 4

দিদির বিয়েতে আবেগে ভাসলেন ঋতাভরী। বোঝাই যাচ্ছে যে দিদির বিয়েতে আনন্দে আত্মহারা ঋতাভরী।   

5/6

চিত্রাঙ্গদার বিয়ে

Ritabhari on Chitrangada Wedding 5

তিনি লেখেন, আজ আমার দিদি বিয়ে করল। দিদির বিয়ে হয়ে যাচ্ছে এটা দেখা আমার কাছে ইমোশনাল জার্নি।   

6/6

চিত্রাঙ্গদার বিয়ে

Ritabhari on Chitrangada Wedding 6

এখন চিত্রাঙ্গদা ও সম্বিত অফিসিয়ালি বিবাহিত। ওঁদের জন্য রইল আজীবনের পাগলামি আর আনন্দ।