Ritabhari Chakraborty: মনোবিদকে মন দিয়েছেন ঋতাভরী, শীঘ্রই বসবেন বিয়ের পিঁড়িতে!

Apr 10, 2022, 11:58 AM IST
1/6

প্রেমে পড়েছেন ঋতাভরী

New Relationship

নিজস্ব প্রতিবেদন: প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন সম্পর্কের কথা লিখেছেন নায়িকা।   

2/6

বার্তা

Message to love ones

ঋতাভরী লিখেছেন, বাড়িতে তাঁর কাছে ফেরা যিনি তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে, সেটাই পৃথিবীর সেরা অনুভব। আমি মনে করি যাঁরা তাড়াহুড়ো করে শান্তি তাঁদের জন্য নয়, যে তোমাকে নিরাপদ ও খুশি রাখব সেই সঠিক মানুষটাকে খুঁজে বের করাই শান্তি।   

3/6

কাকে দিলেন মন?

Ritabhari in relationship

ঋতাভরীর কাছে সেই শান্তির নাম হল ডাঃ তথাগত চট্টোপাধ্যায়। মনোবিদকেই মন দিয়ে বসেছেন নায়িকা।   

4/6

প্রথম পরিচয়

First Met

ক্লিনিক উদ্বোধনে তাঁদের প্রথম দেখা। এরপর এক বন্ধুকে ডাক্তার দেখাতে গিয়ে আলাপ পরিচয়। সেখানে থেকেই ধীরে ধীরে একে অপরের কাছে আসেন তাঁরা।   

5/6

সঙ্গী

Companionship

গত বছর মার্চে ঋতাভরীর অস্ত্রোপচার হয়। সেই সময় মানসিক অবসাদের শিকার হয়েছিলেন তিনি। সেই সময় তথাগত সারাক্ষণ তাঁর পাশে ছিলেন বলেই এক সংবাদমাধ্যমকে জানান ঋতাভরী।   

6/6

বিয়ের পরিকল্পনা

Weddi

ইতিমধ্যেই একসঙ্গে বাড়ি কিনেছেন তাঁরা। চলতি বছরের শেষেই বাগদান পর্ব সেরে নিতে চান ঋতাভরী। এমনকি সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনাও রয়েছে এই জুটির।