ধোনি একজনই, পন্থের ১৫ বছর লাগবে ধোনির জায়গায় পৌঁছতে : সৌরভ

Dec 06, 2019, 18:38 PM IST
1/5

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

একটা করে ভুল করছেন আর তাঁকে মাঠেই ধোনি...ধোনি রব শুনতে হচ্ছে। ঋষভ পন্থ যেন প্রতিটা পদক্ষেপেই ধোনির ছায়া অনুভব করছেন। ধোনির ছায়া তাঁর পিছু ছাড়ছে না। কতদিন এভাবে চলবে! ধোনির সঙ্গে পন্থের এই তুলনা চলবে কতদিন!

2/5

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলছেন, ধোনির সঙ্গে এই তুলনা পন্থকে হজম করতে হবে। আর সেটাই মানিয়ে নিয়ে চলতে হবে তাঁকে। পন্থকে এসবের মধ্যে থেকেই সাফল্যের রাস্তা খুঁজে নিতে হবে। 

3/5

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

শুক্রবার ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ (ইস্ট))’-এ হাজির ছিলেন সৌরভ। সেখানেই তিনি বলেন, ''ধোনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে তাতে ধন্যবাদ শব্দটা ওর জন্য কম। রোজ রোজ একজন করে ধোনি পাওয়া সম্ভব নয়। ধোনি যে জায়গা অর্জন করেছে পন্থের সেখানে পৌঁছতে কম করে ১৫ বছর লাগবে।''

4/5

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

সৌরভ আরও বলেন, ''ধোনির সঙ্গে পন্থের তুলনা চলবে। ওকে এসবের মাঝেই নিজের রাস্তা খুঁজে নিতে হবে। পন্থের উপর এই নিয়ে চাপ থাকবেই উত্তরসূরি হিসাবে।''

5/5

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

পন্থ-ধোনির তুলনা প্রসঙ্গে সৌরভ

বিরাট কোহলি থেকে শুরু রোহিত শর্মা, ভারতীয় দলের সবার সমর্থন পেয়েছেন পন্থ। এমনকী ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও দাবি করেছেন, ধোনির সঙ্গে পন্থের তুলনা বন্ধ হওয়া উচিত। তবে এবার সৌরভ কিন্তু অন্য কথা বললেন।