আট্টারি-ওয়াঘা সীমান্তে বিএসএফ জওয়ানদের সঙ্গে প্রজাতন্ত্র দিবসে বরুণ

Jan 26, 2019, 19:14 PM IST
1/8

প্রত্যেকবারের মতো এবারও আট্টারি-ওয়াঘা সীমান্ত উদযাপন হন প্রজাতন্ত্র দিবস। 

2/8

শনিবার আট্টারি-ওয়াঘা সীমান্তে ৭০ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিএসএফ জওয়ানদের সঙ্গে যোগ দেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

3/8

এদিন আট্টারি-ওয়াঘা সীমান্তের অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন বহু মানুষ।

4/8

শুধু বরুণ ধাওয়ানই নন, আট্টারি-ওয়াঘা সীমান্তের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ইয়ামি গৌতমও। 

5/8

সম্প্রতি মুক্তি পেয়েছে, ভিকি কৌশল, ইয়ামি গৌতমের ছবি উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক। 

6/8

এদিন বিএসফ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে আট্টারি-ওয়াঘা সীমান্ত পারফর্মও করেন বরুণ ধাওয়ান।  

7/8

অনুষ্ঠানটি যাতে সকলে লাইভ দেখতে পান সেজন্য টুইট করে অনুষ্ঠান সম্প্রচারের সময় জানান বরুণ। 

8/8

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতেই বরুণ ধাওয়ান সহ তাঁর আগামী ছবি ABCD-২ এর টিম পাঞ্জবের স্বর্ণ মন্দিরে পৌঁছেছিলেন।