Local Train: রেলের বড় আপডেট! উইকেন্ডে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন...

Indian Railway: রেলওয়ে ট্র্যাকের ওপর আরসিসি বক্স ও বেস স্ল্যাবের কাজের জন্য শনিবার ও রবিবার সাড়ে ৬ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে।

Dec 21, 2024, 09:12 AM IST
1/6

ট্রেন বাতিল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাবওয়ে নির্মাণের জন্য ফের ব্যাহত রেল পরিষেবা। বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের। জানা গিয়েছে, পূর্ব রেলওয়ে কৃষ্ণনগর সিটি-লালগোলা বিভাগে লেভেল ক্রসিং গেট নং 113/E (নন-ইন্টারলকিং গেট) এর পরিবর্তে সীমিত উচ্চতা সাবওয়ে (LHS) নির্মাণ করছে। শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বন্ধ থাকবে।  

2/6

রবিবার সকাল ১০.১৫ থেকে বিকেল ৪.৪৫ পর্যন্ত চলবে কাজ। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা ধরে হবে কাজ। ব্যাহত হবে রেল পরিষেবা। কোন কোন ট্রেন বন্ধ থাকবে-

3/6

শনিবার ট্রেন বাতিল

শনিবার: শিয়ালদহ-লালগোলা আপ ০৩১৯১ (Sealdah – Lalgola: UP 03191)

4/6

রবিবার ট্রেন বাতিল

রবিবার (২২.১২.২৪): কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা আপ ৩১৮৬১/ ডাউন ৩১৮৬৪, লালগোলা শিয়ালদা ডাউন ০৩১৯০, আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি জংশন ডাউন ০৩০২০/ আপ ০৩০১৯।

5/6

ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত

৩১৭৭৩ রানাঘাট – লালগোলা প্যাসেঞ্জারটি রেজিনগরে সংক্ষিপ্ত হবে। এবং ৩১৭৭০ লালগোলা – রানাঘাট প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে সংক্ষিপ্ত হবে৷ ৩১৭৬৯ রানাঘাট-গোলা ইএমইউ প্যাসেঞ্জারটি রেজিনগরে সংক্ষিপ্ত হবে এবং ৩১৭৭৪ লালগোলা–রানাঘাট ইএমইউ যাত্রী লালগোলার পরিবর্তে রেজিনগর থেকে সংক্ষিপ্ত হবে৷  ০৩১১৫ শিয়ালদহ–লালগোলা মেমু পলাশীতে সংক্ষিপ্তভাবে শেষ হবে এবং ০৩১৯৬ লালগোলা – শিয়ালদহ মেমু শর্টটি লালগোলার পরিবর্তে পলাশী থেকে ২.১৫-তে উদ্ভূত হবে। ৩১৮১৯ শিয়ালদহ - কৃষ্ণনগর লোকাল রানাঘাটে সংক্ষিপ্ত হবে এবং ৩১৮৪০ কৃষ্ণনগর - শিয়ালদহ লোকালটি কৃষ্ণনাগার পরিবর্তে রানাঘাট থেকে সংক্ষিপ্ত হবে।

6/6

সূচি বদল

০৩১৮৩ শিয়ালদহ – লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদহ ছাড়বে ১২.৪০-এর বদলে দুপুর ১টায়। এবং ব্লক বাতিল না হওয়া পর্যন্ত রেজিনগর পর্যন্ত পথ নিয়ন্ত্রণ করা হয়। ০৩১৯২  লালগোলা – শিয়ালদহ প্যাসেঞ্জার লালগোলা থেকে ছাড়বে ২.৪৫-এর পরিবর্তে বিকেল ৪টে।  বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত পথ নিয়ন্ত্রণ করা হয়।