১, ২, ৫, ১০ টাকার কয়েনের পর একেবারে লাফিয়ে ৩৫০ টাকার কয়েন কেন? জানা যাচ্ছে শিখ গুরু গোবিন্দ সিংয়ের ৩৫০তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে ওই কয়েন আনতে চলেছে আরবিআই।
photos
TRENDING NOW
3/7
S 5
কেমন হবে নতুন এই কয়েন? এটির ব্যাস হবে ৪৪ মিলিমিটার। রুপো, তামা, দস্তা ও নিকেল দিয়ে তৈরি হবে নতুন কয়েন।
4/7
S 4
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কয়েনের একদিকে থাকবে অশোক স্তম্ভ। নীচে লেখা থাকবে সত্যমেব জয়তে। ওই প্রতীকের একদিকে দেবনাগরিতে লেখা থাকবে ভারত। অন্যদিকে, ইংরেজি ভারত লেখা থাকবে।
5/7
S 3
কয়েনে থাকবে টাকার প্রতীক। সঙ্গে সংখ্যায় লেখা থাকবে ‘৩৫০’। সংবাদ মাধ্যমের খবর, সীমিত সংস্করণ হিসেবেই আনা হচ্ছে এই নতুন কয়েন।
6/7
S 2
কয়েনটির অন্যপিঠে থাকবে ‘তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিব’-এর ছবি। উপরে দেবনাগরি হরফে লেখা থাকবে ‘শ্রী গোবিন্দ সিং জি-র ৩৫০তম প্রকাশ উৎসব’। নীচে ইংরেজিতে ওই একই কথা লেখা থাকবে।
7/7
S 1
কয়েনের যে পিঠে তখত শ্রী হরিমন্দির জি পাটনা সহিব-এর ছবি থাকবে তার ডান ও বাম দিকে লেখা থাকবে যথাক্রমে সাল ১১৬৬ ও সাল ২০১৬।