Rajkummar Rao: মেঘলা দিনে হঠাৎ ভিক্টোরিয়ায় রাজকুমার

| Jul 05, 2022, 18:16 PM IST
1/6

ভিক্টোরিয়ায় রাজকুমার

Rajkummar Rao in Victoria Memorial 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার সকালে কলকাতার রাস্তায় দেখা মিলল বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওয়ের।   

2/6

ভিক্টোরিয়ায় রাজকুমার

Rajkummar Rao in Victoria Memorial 2

ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। তবে শুধু ঘুরতে কলকাতায় আসেননি তারকা।   

3/6

ভিক্টোরিয়ায় রাজকুমার

Rajkummar Rao in Victoria Memorial 3

মুক্তির অপেক্ষায় তাঁর আগামী ছবি 'হিট: দ্য ফার্স্ট কেস'। সেই ছবির প্রচারে কলকাতায় এসেই শহর ঘুরে দেখলেন অভিনেতা।   

4/6

ভিক্টোরিয়ায় রাজকুমার

Rajkummar Rao in Victoria Memorial 4

ছবি প্রসঙ্গে রাজকুমার বলেন যে, এই ছবির গল্পটা ম্যাজিকাল। তাঁকে ও তাঁর সহঅভিনেত্রী সানিয়াকে দিয়ে সেরা অভিনয়টা করিয়ে নিয়েছেন পরিচালক।   

5/6

ভিক্টোরিয়ায় রাজকুমার

Rajkummar Rao in Victoria Memorial 5

রাজকুমার বলেন যে, ব্যক্তিগতভাবে ইতমধ্যেই এই ছবি দেখেছেন তিনি আর 'হিট' তাঁর অন্যতম পছন্দের ছবি।   

6/6

ভিক্টোরিয়ায় রাজকুমার

Rajkummar Rao in Victoria Memorial 6

ট্রেলার লঞ্চ থেকেই এই ছবি সাড়া জাগিয়েছে নেটদুনিয়ায়। আগামী ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে 'হিট: দ্য ফার্স্ট কেস'।