যদি সচিনের পক্ষে আদালত রায় দেয়! তার আগেই Plan-B ছকে ফেলল কংগ্রেস

Jul 19, 2020, 16:03 PM IST
1/6

রাজস্থানে জমে উঠেছে রাজনৈতিক নাটক। দলের বিরুদ্ধে দল পাকানোর কারণে উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলটকে বরখাস্ত করেছে কংগ্রেস।  পাশাপাশি সচিন-সহ দলের ১৮ বিধায়ককে ঠেকাতে নতুন প্ল্যানও ছকে ফেলেছে গেহলট শিবির।

2/6

বিধায়ক পর খারিজের সম্ভাবনা ঠেকাতে ও শাস্তির বিরুদ্ধে রাজস্থান হাইকোর্টে গিয়েছেন সচিন পাইলট। এখন আদালত যদি তাঁদের বিধায়ক পদ খোয়ানো ঠেকিয়ে দেয় তাহলে কী হবে? সোমবার থেকে ওই মামলার শুনানি শুরু হচ্ছে। উল্লেখ্য, সচিন সহ ১৮ বিধায়ককে বিধায়কপদ খারিজের নোটিস দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার।

3/6

রাজস্থান কংগ্রেস সূত্রে খবর, আদলতে যদি সচিন সুবিধা পেয়ে যান তার পাল্টা হিসেবে বিধানসভায় আস্থা ভোট করাবে কংগ্রেস।

4/6

কংগ্রেসের দাবি তাদের হাতে সরকার টিকিয়ে রাখার মতো বিধায়ক রয়েছে। আস্থা ভোট হলে দলের পক্ষে ভোট দেওয়ার জন্য সেক্ষেত্রে হুইপ জারি করবেন দলের চিফ হুইপ মহেশ যোশী। এখানেই বিপদ হতে পারে সচিনের।

5/6

কংগ্রেস বিধায়ক হিসেবে ওই হুইপ যদি সচিন অমান্য করেন বা ভোটদানে বিরত থাকেন তাহলে আইন অনুযায়ী তাঁর বিধায়ক পদ খারিজ হবে। তবে তা আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। সংবিধানের ২(১)এ ধারায় সচিন ও তাঁর অনুগামীদের বিধায়ক পদ খারিজের প্রক্রিয়া শুরু হয়েছে।

6/6

সচিন ও তাঁর ১৮ অনুগামীর বিধায়ক পদ যদি চলে যায় তাহলে ২০০ আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠার সংখ্যা নেমে আসবে। সেক্ষেত্রে সুবিধে হবে গেহলটের। শনিবার মুখ্যমন্ত্রী গেহলট রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে ১০৯ জন বিধায়ক থাকার কথা জানিয়েছেন। এদিকে বিজেপি বলছে তারা আস্থা ভোটের দাবি করেনি। রাজ্য় যা হচ্ছে  তা কংগ্রেসের অন্দরের কোন্দল।